মে মাস শুরু হয়ে গেছে এই সময় আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আমরা আপনাকে কিছু নতুন স্মার্টফোনের বিষয় সম্পর্কে জানাবো যা এই মাসে লঞ্চ হবে। গত মাসের মতো এ মাসেও স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো আনতে চলেছে নতুন অনেক ফোন। তবে এই সময়ে অ্যাপল ও স্যামসাং-এর মতো কোম্পানিগুলো তাদের নতুন ফোন আনবে না। চলুন তাহলে 2023 সালের মে মাসে লঞ্চ হওয়া স্মার্টফোন গুলির বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
Google Pixel Fold
10th মে 2023 Google I/O-এ Google Pixel Fold পেশ করা হবে। পিক্সেল ফোল্ডের পাশাপাশি, প্রযুক্তি দৈত্য Pixel 7aও পেশ করতে পারে। Pixel Fold হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, যাতে একটি 7.6-ইঞ্চি horizontal foldable ডিসপ্লে থাকবে। এছাড়ও একটি 5.8-ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে থাকবে।
Realme 11 সিরিজ
Realme 11 স্মার্টফোনটি চীনে 10th মে লঞ্চ করা হবে। এই লাইনআপে Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro Plus অন্তর্ভুক্ত থাকবে।তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র প্রো ভেরিয়েন্টের টিজার প্রকাশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে একটি 200-মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে।
ফোনটিতে MediaTek Dimensity 7050 প্রসেসর পাওয়া যাবে।
Poco F5 সিরিজ
Poco F5 সিরিজটি 9th মে লঞ্চ করা হবে। এই লাইনআপে দুটি স্মার্টফোন Poco F5 এবং Poco F5 Pro অন্তর্ভুক্ত থাকবে। এই দুটি স্মার্টফোনই Redmi Note 12 Turbo এবং Redmi K60-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। Poco F5 স্মার্টফোনটি ভারতে দাম প্রায় 30,000 টাকা হতে পারে। কিন্তু Poco F5 Pro স্মার্টফোনটি ভারতে উপলব্ধ হবে না।
Motorola Razr 2023 সিরিজ এবং Edge 40
Motorola এই মাসে নতুন প্রজন্মের Razr ফোল্ডেবল ফোন এবং Edge ফ্ল্যাগশিপ সিরিজ আনতে পারে। Razr লাইনআপে Razr 40 এবং Razr 40 Ultra অন্তর্ভুক্ত থাকবে।
Sony Xperia 1 V
Sony Xperia 1 V স্মার্টফোনটি 1th মে লঞ্চ হবে। যদিও এই স্মার্টফোনটি সম্পর্কে তেমন কিছু তথ্য জানা যায়নি। এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।
Honor 90 সিরিজ
Honor মে মাসে Honor 90 সিরিজ লঞ্চ করতে চলেছে বলে জানা গিয়েছে। ফোনটিতে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
এছাড়াও মে মাসে iQOO Neo 8 Series, Realme Narzo N53, Tecno Camon 20 Series, Infinix Note 30 Series, Lava Agni 2 5G, Vivo S17 Series, Vivo Y78 5G, Vivo Y36, Oppo Reno 10 Series, Oppo A98 ইত্যাদি স্মার্টফোনগুলি লঞ্চ হতে পারে।
আপনার জন্য আরো
1.Huawei Nova 11i লঞ্চ হলো 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 680 প্রসেসরের সাথে, জানুন বিস্তারিত
2.64MP ট্রিপল ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে Oppo F23 Pro 5G
3.Redmi Note 12R Pro লঞ্চ হয়ে গেল চীনে জানুন স্পেসিফিকেশন ও দাম
4.19GB RAM এবং 100 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হলো Honor X50i