Nothing phone (1) এর ওপর রয়েছে বড়ো ডিসকাউন্ট

Flipkart এর দীপাবলি sale ওপর রয়েছে Nothing phone (1) ।এটির মধ্যে রয়েছে 8GB RAM + 128 GB Internal storage । দীপাবলি ডিসকাউন্ট sale এর ওপর Nothing phone (1) ফোনটির দাম রয়েছে 29,999 টাকায়।

Flipkart এর দীপাবলি Sale ধামাকা :

Nothing phone (1) smartphone টি এই বছরের July মাসে লঞ্চ করা হয়। এই ফোনটির 3 টি মডেল রয়েছে। এই ফোনটির 4,500mAh battery রয়েছে, এরই সাথে ফোনটিতে 33 W weird ফার্স্ট চার্জিং এবং এর সাথেই ফোনটিতে রয়েছে 15 W wireless চার্জিং এর ফিচারস। Nothing phone (1) এর 8GB RAM + 128GB Internal storage টির দাম রয়েছে 32,999 টাকা। এখন Flipkart এর দীপাবলি ধামাকা sale ফোনটিতে রয়েছে দারুণ ডিসকাউন্ট।

Flipkart এর দীপাবলি ধামাকা sale Nothing phone (1) টির 8GB RAM+128GB Internal storage মডেল টির দাম রয়েছে 29,999 টাকা। এই ফোনটির সাথে SBI এবং Kotak bank এর credit card এর সাথে রয়েছে 10% টাকার ওপর 1250 টাকার ইন্সেস্ট ডিসকাউন্ট। ফোনটিতে 16,000 টাকার এক্সচেঞ্জ অফারে রয়েছে, যার ফলে ফোনটির দাম সস্তা রয়েছে।

Nothing phone (1) Features 

Nothing phone (1) টির 6.55 inch screen এর সাথে OLED display টি রয়েছে। ফোনটিতে Qualcomm Snapdragon 778 G+ চিপটির সাপোর্ট রয়েছে। ফনেটিতে dual ক্যামেরার সেটআপটি রয়েছে। ফোনেটির ব্যাক ক্যামেরাতে 50 MP Sony IMX 766 OIS সেন্সর  রয়েছে। এরই সাথে রয়েছে 50 MP এর আর একটি Samsung JN1 আল্ট্রা wide সেন্সর। সেলফি এবং ভিডিও কল এর জন্য ফোনটিতে রয়েছে 16 MP ফ্রন্ট ক্যামেরা।

Nothing phone (1) camera ও কানেকটিভিটি

এই ফোনটি তে 4,500 mAh এর ব্যাটারি রয়েছে। এরই সাথে রয়েছে 33 W weird, এরই সাথে রয়েছে 15 W wireless চার্জিং features। ফোনটিতে 5 W রিভার্স wireless চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি Black আর white color এ রয়েছে। এই ফোনটি 5G network এর সাথে 4G ও 3G network এও কাজ করবে।

আপনার জন্য আরো

1.Xiaomi Redmi A1+ ফোনটি market এ এলো অত্যন্ত কম দামে 

2.অবশেষে iqoo neo 7 ভারতে লঞ্চ হতে চলেছ

3.হুয়াওয়ে কোম্পানি Huawei P60:64MP ক্যামেরা বিশিষ্ট নতুন ফ্ল্যাগশিপের ফোন লঞ্চ করতে চলেছে

4.অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলে তা কীভাবে ফিরে পাবেন ?

Leave a Comment