জানা যাচ্ছে, বিশ্বের ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি গিয়েছে। ‘ওবামাকেয়ার’ নামের এক হ্যাকার ‘রকইউ ২০২৪’ নামের এক জনকপ্রিয় হ্যাকিং ফোরামে সেগুলি আপলোড করেছে। গবেষকদের থেকে জানা গেছে, এই পাসওয়ার্ড চুরির ঘটনাটি বিশ্বের সবচেয়ে বড় চুরি হওয়ার ঘটনা।
গবেষকরা বলছেন, রকইউ ২০২৪ -এর জনকপ্রিয় হ্যাকিংয়ের মধ্যে সারা বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীর পাসওয়ার্ড রয়েছে সেখানে। এর মধ্যে আরও রয়েছে ইমেল অ্যাড্রেস ও বহু লগ ইন-সহ বিভিন্ন তথ্যও সেখানে আছে। আরও জানা গেছে, ২০২১ সালে ৮.৪ বিলিয়ন তথা প্রায় সাড়ে আটশো কোটি প্লেন টেক্সট পাসওয়ার্ডের তথ্য ফাঁস করেছে হ্যাকাররা। এবার সামনে আসলো নতুন তথ্য। আর্থিক দিকের ক্ষেত্রে এই হ্যাকিং ফোরামটির বদনাম বহু বছর আগে থেকেই। কিন্তু এখন পাসওয়ার্ড ফাঁসের মতো ঘটনায় তাদের নাম জড়িয়েছে। জানা যাচ্ছে, অনেক গ্যুরুত্বপূর্ণ ফাইলও ফাঁস করে দিয়েছে এই হ্যাকাররা।
প্রসঙ্গত, গত কয়েক বছরে সারা পৃথিবীর কাছেই সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনও উপায়ে এই অপরাধ বন্ধ করতে চাই কেন্দ্র। এখন UGC জানতে চাইছেন,সব শিক্ষা প্রতিষ্ঠানকে সাইবার জালিয়াতি থেকে বাঁচাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। UGC এক ওয়েবিনারে এই তথ্য জানতে চাই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, পড়ুয়াদের সাইবার জালিয়াতি থেকে নিরাপদ রাখার জন্য, তাদের সচেতন করার বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রচেষ্টা চালাতে হবে।
উল্লেখ্য, অতীতে নানা ভারতীয় সংস্থার তথ্য চুরি হওয়ার ঘটনা ঘটেছে। তাই গ্রাহকদের খুবই সতর্ক থাকা উচিত। যেমন, নিয়ম করে পাসওয়ার্ড চেঞ্জ করা, নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট খুঁটিয়ে দেখা, অনলাইন অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা ইত্যাদি।
আপনাদের জন্য আরো
1.এয়ারটেল-এর সাড়ে ৩৭ কোটি গ্রাহকের তথ্য হ্যাক করেছে ! বিতর্কের মধ্যে মুখ খুলল সংস্থা
2.Smart AI ল্যাপটপ নিয়ে আসলো Samsung যা ম্যাকবুকের থেকেও দামি
3.এসি বর্ষাকালেও চালান ? ‘এই’ ছোট ছোট ভুল গুলো করছেন না তো ! হু হু করে বাড়বে খরচ
4.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI