ফোন এই লিকুইড, সেই লিকুইড দিয়ে পরিষ্কার করছেন ! ফোনের ফুটোতে প্রবেশ করলেই একেবারে ডেড হবে ফোন

বর্তমান যুগে ফোন ছাড়া এক মুহূর্ত চলা যায় না। টাকা লেনদেন থেকে শুরু করে অনলাইনে কেনাকাটা সব কিছুতেই প্রয়োজন হয় ফোনের। আঙুলের ছোঁয়ায় চোখের পলক পরা মাত্রই সব কাজ হয়ে যায়। যেন সর্বরোগহর বটিকা। এই জন্য স্মার্টফোনকে ভাল রাখতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

ফোনের ডিসপ্লেকে প্রটেক্ট করার জন্য স্ক্রিন গার্ড ব্যবহার করতে হয়। স্ক্র্যাচের হাত থেকে বাঁচতে ফোনে কভার পরাতে হয়। কিন্তু এই সব কিছুর পরেও শান্তি নেই। স্পিকার এবং চার্জিং পোর্টে ময়লা জমে যায়। এরফলে ফোনের সাউন্ড কমে যায় ও চার্জ দিতেও সমস্যা হয়। তাই সময়ে সময়ে এগুলোকে পরিষ্কার করা দরকার।

স্পিকার এবং চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় অনেকেই বেশ কিছু ভুল করেন। আর এরফলেই বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে ফোনে। তখন ফোন সরানো ছাড়া কোনও উপায় থাকে না। আবার ফোন সারাতে গেলে কয়েক হাজার টাকার ধাক্কা। তাহলে চলুন জেনে নেওয়া যাক, স্পিকার বা চার্জিং পোর্ট পরিষ্কারের সময় কোন কোন কাজগুলি করা উচিত নয়।

অনেকেই চার্জিং পোর্ট পরিষ্কার করার সময় খোঁচাখুঁচি করেন। ছুঁচলো কিছু দিয়ে ময়লা, ধুলো বার করার চেষ্টা করেন। এর থেকেও ফোনে বড়সড় ক্ষতি হতে পারে। টুথপিক ব্যবহার করা যায় কিন্তু এর থেকে ছুঁচলো বা ধাতব কিছু ব্যবহার না করায় উচিত। অনেকে আবার টুথব্রাশ দিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করেন। এটাও কিন্তু ভুল। ব্রাশের রোঁয়া পোর্টে মধ্যে ঢুকে যেতে পারে। তখন মুশকিল হবে।

আইফোনের লাইটনিং চার্জে সহজেই ধুলো, ময়লা জমে যায়। সেটিকে আলতো হাতে পরিস্কার করতে হবে। ভুলেও ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। অনেকেই অ্যালকোহল দিয়ে আইফোনের চার্জিং পোর্ট পরিস্কার করেন, এতে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করার সময়, আগে ফোনের সুইজ অফ করে দিন। তারপর পরিষ্কার করুন। চার্জিং পোর্টে আলতো করে টুথপিক ঢুকিয়ে সাবধানে গোল করে ঘোরালেই ধুলো ময়লা বেরিয়ে যাবে। যেখানে খুব বেশি অর্থাৎ উজ্জ্বল আলো আছে তার নিচে এই কাজ করা উচিত। যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। খেয়াল রাখতে হবে টুথপিক যেন খুব ভিতরে না যায়। তাহলে ভিতরে আটকে যেতে পারে। সেই সময় টানাটানি করলে টুথপিক ভেঙে যাওয়ার সম্ভবনা থাকে। তাই আলতো হাতে পোর্টের মুখটাই পরিষ্কার করা উচিত।

আপনাদের জন্য আরো

1.Smartphone-এর আওয়াজ হঠাৎ করে কমে গেছে ? কিভাবে সমাধান হবে, জানলেই বাজিমাত

2.ফোন চুরি হলেও ধরা পড়বে সহজে, তিনটি সেটিংসেই বাজিমাত !স্যুইচ অফ করতে পারবেনা কোনও ভাবেই

3.ফোন-ও সত্য-মিথ্যে ধরতে পারে জানেন ! ব্যাপারটা কী ?

4.Mobile নম্বর পাবেন পছন্দ অনুযায়ী ! কাস্টমাইজড ফোন নম্বর পাওয়ার উপায় জেনে নিন

Leave a Comment