ফোনের ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, ব্যাটারি বাঁচাতে কি করবেন ! জেনে নিন কিছু টিপস

দিন দিন যা গরম পড়ছে, এই গরম পরার ফলে ফোন একটুতেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। অতিরিক্ত ফোন গরম হয়ে যাওয়ার জন্য ফোন ফেটে যাওয়ার সম্ভবনা থাকে। সেই জন্য গরমকালে ফোনের প্রতি একটু বেশি যত্নশীল হওয়াটা দরকার। তাই বিশেষ করে গরমকালে কয়েকটা বিষয়ের ওপর নজর রাখা দরকার, না হলে ঘটে যেতে পারে বিপদ। বিপদ এড়াতে কোন কোন কাজ গুলো করবেন ? চলুন জেনে নেওয়া যাক।

গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা হয়েই থাকে। তাই গরমকালে ইলেকট্রনিক জিনিসপত্রের বিশেষভাবে যত্ন নিতে হয়। ইলেকট্রনিক জিনিস অনেকক্ষণ ধরে ব্যবহার করলে বা চালু করে রাখলে তা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এর সবচেয়ে বড়ো উদাহরণ হলো ফোন। আমরা সারাদিনে ফোনের ব্যবহারটাই সব থেকে বেশি করে থাকি। তাই ফোন ব্যবহার করার সময় একটু বেখেয়াল হলেই ঘটতে পারে বড়ো বিপদ। ফোন বেশিক্ষন ব্যবহার করলে, ফোন গরম হয়ে ফেটে যেতে পারে ব্যাটারি। তাই গরমকালে ফোন ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি যত্নশীল হতে হয়। তাই কিছু বিষয় জেনে রাখা ভালো, না হলে ঘটে যেতে পারে বিপদ।

বিপদ যাতে না হয় তার জন্য কি করবেন ?

১. ফোন বেশিক্ষন চার্জে দিয়ে রাখবেন না। একটি ফোন কতক্ষন চার্জ দিতে হবে সেটি নির্ভর করে ফোনটির ব্যাটারির ক্ষমতার ওপর। তাই কোনো ফোনকে ২-৪ ঘন্টার বেশি চার্জে বসিয়ে না রাখায় ভালো।

২. ফোন চার্জে বসিয়ে কথা না বলায় ভালো। গরমকালে তাপমাত্রা অতিরিক্ত হওয়ায়, ফোন চার্জে বসলে এমনিতেই গরম হয়ে যায় আবার তার ওপরে যদি ফোন চার্জে দিয়ে কথা বলা হয় তাহলে ফোনের ব্যাটারির ওপর চাপ সৃষ্টি হয়।

৩. কোনো কাজের জন্য ভুল করেও ফোন রোদে রেখে দেবেন না। ধরুন কোনো কাজের সূত্রে আপনি বাইরে রোদে আছেন আর ভুল করে হয়তো আপনি ফোনটি হাতের কাছে রেখে দিয়েছেন, ভুলেও কখনো এই কাজ করবেন না। এমন কাজ করলে আপনার ফোনে সমস্যা হতে পারে।

৪. যদি কোনো ফোনের ব্যাটারি নষ্ট হয়ে থাকে তাহলে তাকে জোর করে ব্যবহার না করায় ভালো। যত তাড়াতাড়ি পারবেন ব্যাটারি পাল্টে ফেলার চেষ্টা করবেন। আবার অনেক সময় দেখা যায় ফোনের পিছনের কিছু অংশ থেকে fluid বেরিয়ে আসে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি পারবে ফোন পাল্টে ফেলুন।

৫. দীর্ঘ সময় ধরে ফোন কথা বলা উচতি না। এতে ফোনের সমস্যা বেড়ে যায়। ফোন ব্যবহার করার পর ফোনকে রেস্ট করতে দিতে হয় ও ঠান্ডা করতেও দিতে হয়। না হলে বিপদ ঘটার সম্ভবনা থাকে।

আপনাদের জন্য আরো

1.উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয় 

2.CCTV বাড়িতে লাগাতে চাইছেন, তাহলে জেনে রাখুন ৪ টি জিনিস ! না হলে ঘটতে পারে বিপদ

3.Instagram Password ভুলে গেলেও সহজেই ফিরে পাবেন ! জেনে নিন কিছু টিপস

4.WiFi router বাড়ির এই জায়গায় রাখা উচিত না! রাখলে কমতে পারে স্পিড

Leave a Comment