16MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে চলেছে Moto G Play 2023

Motorola কোম্পানি আমেরিকার মার্কেটে Moto G Play 2023 স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। Motorola কোম্পানি আগের বছর Moto G Play 2021 স্মার্টফোনটি আমেরিকার মার্কেটে লঞ্চ করেছিল যেটা কিনা Snapdragon 460 SoC এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশনের সাথে একটি বাজেট 4G স্মার্টফোন হিসাবে এসেছিলো। চলুন তাহলে এই নতুন স্মার্টফোনটির ফিচার্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Moto G Play (2023) ফিচার্স এবং স্পেসিফিকেশন :-

ফিচার্স এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে Moto G Play (2023) স্মার্টফোনটিতে 6.5Inch এর IPS TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুল্যুশান হলো HD+ 720 x 1600 পিক্সেল এবং 90hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের ফ্রন্ট ক্যামেরার জন্য একটি Punch-Hole কাটআউট এবং আলাদা একটি বেজেল দেওয়া হয়েছে।
ক্যামেরার কথা বলতে গেলে Motorola -র এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2MP
দ্বিতীয় ক্যামেরা এবং 2MP তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে Auto Smile ক্যাপচার, স্মার্ট কম্পোজিশন এবং Dual ক্যাপচারের মতো অনেক AI-ইনেবেল্ড ক্যামেরা ফিচার রয়েছে।

প্রসেসরের কথা বলতে গেলে Moto G Play (2023) স্মার্টফোনটিতে MediaTek Helio G37 চিপসেট রয়েছে।
আর স্টোরেজের কথা বলতে ফোনটিতে 3GB RAM এবং 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে Motorola -র এই ফোনটি Android 12 এর ওপর কাজ করে। ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা কিনা 10W চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ফোনটিতে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

Moto G Play (2023) স্মার্টফোনটির দাম

দামের কথা বলতে গেলে Moto G Play (2023) ফোনটির দাম 169.99 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 13,867 টাকা। এই স্মার্টফোনটি US এবং কানাডা তে পাওয়া যাবে। দুটি দেশে একই দিনে এই ফোনটি ১২ জানুয়ারি, 2023 সালে লঞ্চ হবে। US -এ যে সমস্ত গ্রাহকরা থাকে তারা Motorola.com, Amazon, অথবা Best Buy থেকে কিনতে পারবেন। আর কানাডাতে থাকা গ্রাহকদের Motorola.ca তে যেতে হবে।

আপনার জন্য আরো

1.12GB RAM, 64MP ক্যামেরার সাথে মার্কেটে চলে এলো Tecno Phantom X2 এবং X2 Pro স্মার্টফোনটি

2.5180mAh ব্যাটারি এবং DSLR এর মতো ক্যামেরার সাথে লঞ্চ হলো Blackview BV5200 PRO

3.মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন

4.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro

Leave a Comment