তিনটি নতুন ভ্যারিয়েন্টে হাজির হতে চলেছে iVOOMi S1 ই-স্কুটার

মার্কেটে চলে এলো নতুন তিনটি ভ্যারিয়েন্টে iVOOMi S1 ইলেকট্রিক স্কুটার, সেগুলি হলো – S1 80, S1 200 এবং S1 240। এই তিনটি নতুন ইলেকট্রিক স্কুটারই আপগ্রেডেড মডেল। এই নতুন ইলেকট্রিক স্কুটার গুলির দাম শুরু হচ্ছে 69,999 টাকা থেকে আর এর হাই মডেলটির দাম হচ্ছে 1,21,00 টাকা। এই বছরের শেষের দিকে ডিসেম্বরের ১ তারিখ থেকেই কাস্টমাররা এই iVOOMi S1 ই-স্কুটারের নতুন ভ্যারিয়েন্টগুলি কিনতে পারবেন। দেশের প্রায় সমস্ত iVOOMi ডিলারশিপেই উপলব্ধ হবে এই নতুন মডেলগুলি কেনাকাটার জন্য।

এই নতুন iVOOMi S1 হাই-স্পিড ইলেকট্রিক স্কুটারটি ৩ টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, কালার গুলি হলো -ডাস্কি ব্ল্যাক, পিকক ব্লু এবং নাইট মেরুন। তবে সর্বপ্রথম মডেলটি অর্থাৎ কোনও ভ্যারিয়েন্ট ব্যতিরেকে iVOOMi S1 রেগুলার ভার্সনটির দাম এখনও পর্যন্ত ভারতে 85,000 টাকায় রাখা হয়েছে।

iVOOMi S1 240 ই-স্কুটারটির IDC রেঞ্জ 240km। স্কুটারটিতে রয়েছে 4.2 kWh এর ডবল ব্যাটারি প্যাক। এছাড়াও অত্যাধিক টর্কের জন্য 2.5 kW মোটর রয়েছে। তবে S1-এর তুলনায় S1 80-র হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন অনেকটাই টন ডাউন করা হয়েছে। এই ভ্যারিয়েন্টটিতে 1.5 kWh ব্যাটারি প্যাক রয়েছে, যার
DC রেঞ্জ 80 Km।

এই নতুন iVOOMi S1 180 ইলেকট্রিক স্কুটারটিতে দেওয়া হয়েছে একটি 2.5kW হাব-মাউন্টেড মোটর, যা সর্বাধিক স্পিড দিতে পারে 55 kmph। ৩ টি রাইডিং মোড দেওয়া হয়েছে S1-এর এই নতুন ভ্যারিয়েন্টে সেগুলি হলো- রাইডার, স্পোর্ট এবং ইকো। কাস্টমারদের চাহিদা পূরণের জন্য iVOOMi S1 ই-স্কুটারটির পোর্টফোলিও আরও ৩ টি ভ্যারিয়েন্টে বাড়ানো হয়েছে, এমনটা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে।

iVOOMi Energy-র সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সুনীল বনশল বলেছেন যে, ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড সলিউশনস ব্র্যান্ড হিসেবে আমরা নিজেদের পরিধির বিস্তার করছি। তারা এটাও জানিয়েছেন যে তারা তাদের
পরবর্তী লজিক্যাল পদক্ষেপটি ইলেকট্রিক স্কুটারগুলিতে আরও বেশি প্রযুক্তি যোগ করবে, যার সাহায্যে কানেক্টেড ইকোসিস্টেম ক্রিয়েট করা যাবে এবং নিরাপত্তার জন্য দিক নিশ্চিত করাও যাবে। এই S1 সিরিজে তাদের মূল লক্ষ্য হচ্ছে যে, এমন একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা যার মান দেখে বহু মানুষ ইলেকট্রিক গতিশীলতায় শিফ্ট করেন।

আপনারা এবার iVOOMi-র লেটেস্ট মডেলগুলিতে পেয়ে যাবেন ‘ফাইন্ড মাই রাইড’ নামক একটি ফিচার, যাতে সক্রিয় থাকবে মনিটরিং সিস্টেম ও GPS ট্র্যাকার। যার ফলে কাস্টমাররা তাদের ইলেকট্রিক স্কুটারটি ভিড়ভাট্টার মধ্যেও খুঁজে নিতে পারবে।

100% পর্যন্ত সহজ ফাইন্যান্সিং অপশন পেয়ে যাবেন কাস্টমাররা Bajaj Finserv, ICICI এবং L&T-র কাছ থেকে এই ই-স্কুটারগুলির On-Road প্রাইসের উপরে। তার জন্য কাস্টমারদের ইন্টারেস্ট রেট হিসাবে 7% অর্থ দিতে হবে প্রত্যেক বছরে। iVOOMi আরও জানিয়েছে যে, তারা এখন চাইছে দক্ষিণ ভারতে তাদের ই-স্কুটারগুলি আরও বেশি করে উপলব্ধ করতে। 2022 সালের ডিসেম্বরের শেষের দিকে সমস্ত iVOOMi S1 ইলেকট্রিট স্কুটারগুলি চলে আসবে দক্ষিণ ভারতে একথা জানিয়েছেন সংস্থাটি।

আপনার জন্য আরো

1.TFT স্ক্রিন যুক্ত TVS Rider 125 লঞ্চ হল, গাড়িটি কেনার আগে ফিচার গুলি অবশ্যই জেনে নিন

2.ব্ল্যাক ফ্রাইডে সেল কবে থেকে শুরু হচ্ছে এবং এই সেলে কি কি অফার থাকছে আসুন দেখে নেওয়া যাক

3.মাত্র 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে iPhone 14 স্মার্টফোনটি

4.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro

Leave a Comment