খরচ বেড়েছে, তবুও Jio না Airtel কে বেশি সস্তা ?

ইতিমধ্যে Jio ও Airtel এই দুই টেলিকম সংস্থা তাদের নেটওয়ার্ক প্ল্যানের দাম বাড়িয়েছে। দাম বাড়ানোর ফলে নতুন প্ল্যানগুলি কোনও কোনও ক্ষেত্রে ২৫% পর্যন্ত বেশিও বেড়েছে। ৩রা জুলাই থেকে বাড়ানো হয়েছে ARPU বা Average Revenue Per User। এক কথায় বলা যায়, প্ল্যানের দাম বাড়ার কারণে সমস্ত ভারতীয়দের সংসার খরচও বাড়ল। এখনকার সময়ে আধুনিক জীবনে ইন্টারনেট ছাড়া বাঁচা প্রায় অসম্ভব ব্যাপার। এমন পরিস্থিতিতে গ্রাহকদের বেছে নিতে হবে নিজেদের লাভ হবে এমন প্ল্যান। তাহলে জেনে নেওয়া যাক Jio নাকি Airtel কোন সংস্থার প্ল্যানে লাভ হবে বেশি।

Jio-র সবচেয়ে সস্তা 5G প্ল্যান

রিলায়েন্স Jio-র সব থেকে সস্তার 5G প্ল্যানে ৩৪৯ টাকা খরচ হবে। ২৮ দিনের এই ভ্যালিডিটিতে পাওয়া যাবে ৫৬ জিবি ডেটা। প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে। আর সাথে রয়েছে আনলিমিটেড ভয়েস কল ও ১০০টি SMS ফ্রি। এছাড়াও একদম বিনামূল্যে পাওয়া যাবে জিটিভি, জিওসিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা।

Airtel -এর সবচেয়ে সস্তা 5G প্ল্যান

Airtel-এর সব থেকে সস্তার 5G প্ল্যানে ৩৭৯ টাকা খরচ পড়বে। Airtel-এর এই প্ল্যান Jio-র থেকে ৩০ টাকা খরচ বেশি হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি এক মাসের জন্য ও সব মিলিয়ে ২৬৩ জিবি ডেটা পরিষেবা পাওয়া যাবে। দিনে মোট ডেটা খরচ করা যাবে ৮.৫ জিবি পর্যন্ত। এরসঙ্গে আনলিমিটেড লোকাল কল, এসটিডি কল এবং রোমিং কল করা যাবে। আর সঙ্গে ১০০টি SMS ফ্রি।

তাহলে তুল্যমূল্য বিচারে Jio না Airtel কে বেশি সস্তা?

Jio এবং Airtel এই দুই টেলিকম সংস্থার 5G প্ল্যান গুলি বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে সক্ষম। কিন্তু Jio-র প্ল্যান Airtel-এর তুলনায় কিছুটা সস্তা। Jio প্লানের সাথে জিওটিভি, জিওসিনেমা এবং জিওক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সাথে রয়েছে একদম ফ্রি হেলোটিউন ও উইঙ্ক মিউজিকও। Airtel-এর আর একটি প্ল্যান রয়েছে ৩৪৯ টাকার। কিন্তু এই প্ল্যানে ডেটা পাওয়া যাবে দিনে ১.৫ জিবি করে।

আপনাদের জন্য আরো

1.Washing Machine বর্ষাকালে খারাপ হবে এই ভুলে ! সচেতন না হলে কাপড়-স্বাস্থ্য দুইয়েরই ক্ষতি, ঘটতে পারে বিপদ

2.TF কার্ড নাকি Micro SD কার্ড ? কোনটা কেনা ভাল ? কেনার আগে জেনে নিন

3.Phone-এর ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, বিপদ এড়াতে ৫টি বিষয়ে সাবধান থাকুন

4.BSNL-এর চুক্তি টাটার সঙ্গে ! 4G আরও সস্তায় ?

Leave a Comment