বন্ধ অ্যাকাউন্ট চালু করার জন্য ব্যাঙ্ক থেকে ফোন করছে। ফোন করে OTP চাইছে, OTP দিলেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক ব্যক্তি OTP শেয়ার করার ফলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা ফাঁকা হয়ে গেছে। ব্যক্তিটি প্রতারিত হয়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিজ এলাকার পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ ব্যক্তিটির অভিযোগ পেয়ে তদন্ত করা শুরু করেছে।
এলাকার পুলিশ ও এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, ব্যক্তিটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের নসরতপুর মধ্যপাড়ার বাসিন্দা। ব্যক্তিটি নাম তারাপদ বসাক। তারাপদ বাবুর ও তাঁর দুই ছেলের শাড়ির ব্যবসা আছে। জানা গেছে কালনার একটি বেসরকারি ব্যাঙ্কে তারাপদ বাবুর অ্যাকাউন্ট আছে। কিন্তু তারাপদ বাবু বলছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দীর্ঘদিন লেনদেন করতে না পারায় অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। অ্যাকাউন্টটিতে বেশ কয়েক হাজার মতো টাকাও ছিল। তারাপদ বাবু অভিযোগ জানিয়েছেন, তিনি অ্যাকাউন্টটি চালু করার জন্য ব্যাঙ্কে দুবার গেছিলেন, কিন্তু ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়নি।
তারপর তারাপদ বাবুর কাছে ব্যাঙ্কের নাম করে ফোন আসে, তাঁর অ্যাকাউন্টটি খোলার জন্য। বৃদ্ধ তারাপদ বাবুর বউমা বুঝতে না পেরে ফোন আসা OTP টি দিয়ে দেয়। এরপর তারাপদ বাবুর অ্যাকাউন্ট থেকে 27 মে ও 28 মে দুদিনে ৬ বারে ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয় এবং সেই মেসেজ ফোন আসে। এরপর তারাপদ বাবু ও তাঁর পরিবারের সদ্যসরা বুঝতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে। তারপর তিনি নিজ এলাকার পুলিশ স্টেশনে গিয়ে লিখিত অভিযোগ জানায়। এই ঘটনা শুধু তারাপদ বাবুর সাথেই হয়নি বা এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। প্রশাসন, পুলিশ, ব্যাঙ্ক থেকেও অনেক বার সাধারন মানুষকে সতর্ক করেছেন। তাও এমন ঘটনা বার বার ঘটতেই থাকছে। আপনিও যাতে এই ঘটনার শিকার না হন, তার জন্য সতর্ক থাকুন এবং অন্যকেউ সতর্ক রাখুন।
আপনাদের জন্য আরো
1.সিম কার্ড নতুন তুলতে চান, জেনে নিন নতুন নিয়ম ! জুলাই মাস থেকে নিয়মের কঠোরতা