TF কার্ড নাকি Micro SD কার্ড ? কোনটা কেনা ভাল ? কেনার আগে জেনে নিন

একটি TF কার্ড এবং একটি Micro SD কার্ডের মধ্যে কোনটি ঠিক, কোনটি ভাল, কোনটি কেমন সেটা নিয়ে কনফিউজ ? আজ আমরা এই সব নিয়েই আলোচনা করবো আর এমন কিছু নির্দেশিকা দেব যা বিষয় গুলো জানতে ও বুঝতে সাহায্য করবে।

আমাদের সকলের স্মার্টফোনই একটি বড় স্টোরেজ সলিউশন। ক্যামেরা এবং ট্যাবলেটের মতো বিভিন্ন ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে প্রচুর জনকপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু বাজারে অনেক ধরণের মেমোরি কার্ড পাওয়া যায়, তাই অনেকেই বুঝে উঠতে পারে না যে তাঁরা Micro SD কার্ড কিনবে নাকি ট্রান্সফ্ল্যাশ (TF) কার্ড কিনবে। তাই আগে Micro SD card বা TF কার্ডের সম্পর্কে জানা দরকার।

TF কার্ড কি ?

২০০৪ সালে, মোটোরোলা এবং স্যানডিস্ক ডিজিটাল ক্যামেরার প্রাইমারি ভার্সনে ব্যবহৃত বৃহৎ SD কার্ডগুলিকে রিপ্লেসমেন্ট করার জন্য TF কার্ড তৈরি করা হয় বা চালু করা হয়। স্ট্যান্ডার্ড SD কার্ডের তুলনায় (Micro SD কার্ডের সঙ্গে মেলানো যাবে না), TF কার্ড গুলো ছোট হয়, অনেকটা হালকা হয়, খুব তাড়াতাড়ি রিডিং হয় এবং রাইটিংয়ের যথেষ্ট গতি রয়েছে। এই কার্ড গুলি স্ট্যান্ডার্ড SD কার্ডের মতোই একই কাজ করে থাকে। অর্থাৎ, আমরা একটি SD কার্ড অ্যাডাপ্টারের সাথে খুব সহজেই একটি TF কার্ড জুড়ে দিতে পারি।

TF কার্ড এবং Micro SD কার্ডের মধ্যে পার্থক্য কি ?

TF কার্ডকে মানসম্মত করার জন্য, সিকিউর ডিজিটাল অ্যাসোসিয়েশন TF কার্ডের নামকরণ করেছে Micro SD কার্ড। এক কথায় বলতে গেলে, TF কার্ড এবং Micro SD কার্ড দুটোই একই।

যাঁরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, তাঁরা যদি TF কার্ড ব্যবহার করে থাকে তাহলে তার সাথে Micro SD কার্ডও ব্যবহার করতে পারবে। একই ভাবে, যাঁদের পুরনো ডিভাইস, যেমন পুরনো ডিজিটাল ক্যামেরা, যেগুলি শুধুমাত্র SD কার্ড সাপোর্ট করে তারা Micro SD কার্ড থেকে SD কার্ড অ্যাডাপ্টারের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবে। অ্যাডাপ্টারে দুটি ছোট মেমোরি কার্ড থেকে যেকোনো একটির সাহায্যে পুরোনো ডিভাইসের সাথে ব্যবহার করা যাবে।

জানা গেছে, গত কয়েক বছরে Micro SD কার্ডের প্রচুর পরিমানে উন্নতি হয়েছে। এর মধ্যে কিছু বাজেট কার্ড ইন্টারনাল স্টোরেজের মতো একই ট্রান্সফার স্পিড প্রদান করে।

আপনাদের জন্য আরো

1.Phone-এর ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, বিপদ এড়াতে ৫টি বিষয়ে সাবধান থাকুন

2.BSNL-এর চুক্তি টাটার সঙ্গে ! 4G আরও সস্তায় ?

3.WhatsApp-এ খুব তাড়াতাড়ি হতে চলেছে বড় বদল ! ভেরিফায়েড ব্যাজ নিয়ে বিরাট খবর, কারা কারা পাবেন এই সুবিধা

4.রিচার্জ-এর খরচে মাথায় হাত ! বাজারে ২৪৯ টাকার ‘এই’ প্ল্যান এনেছে স্বস্তি

Leave a Comment