আমাদের জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা অবাক হয়ে যায়। এমনও যে হতে পারে ভাবায় যায় না। উত্তরটা জানার পর আমাদের আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়।
বর্তমান সময়ে সব পরীক্ষাতে MCQ আসে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব দরকার।
আবার অনেক সময় এমনও হয়, উত্তরটা আমাদের জানায় থাকে। শুধুমাত্র মাথা ঠান্ডা না রাখার কারণে, জানা উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এখানে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আমরা কম-বেশি সবাই জানি, যেকোনো পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনও চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ প্রায় এসেই থাকে।
জেনারেল নলেজের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। এগুলি যেমন সাধারণ জ্ঞান বাড়াতে সাহায্য করে, তেমন দেশ-বিদেশের বিভিন্ন তথ্যগুলিও জানা যায়।
বই, পত্রিকা, খবরের কাগজের পাশাপাশি আজকাল ইন্টারনেটেও প্রচুর পরিমাণে বিভিন্ন বিষয়ের ওপর সাধারণ জ্ঞানের খোঁজ পাওয়া যায় যা প্রতিদিনকার জীবনে নানা কাজেও লাগে। আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল, যেগুলি আগামী দিনে নানা ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারে।
সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন ধরণের বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও, তার উত্তর প্রায় কারোরই জানা নেই। প্রশ্ন শুনলেই অবাক হবে অনেকেই ।
ডভোরাক মডেলও চালু করা হয়েছিল। যদিও এই মডেলও খুব একটা সহজ ছিল না, ফলে জনপ্রিয় হয়ে ওঠেনি। পরবর্তীতে KEY-BOARD-এর জন্য শুধুমাত্র QWERTY ফরম্যাট বেছে নেওয়া হয়।
ল্যাপটপ, কম্পিউটার হোক বা মোবাইল ফোন। যে কোনও KEY-BOARD-এর দিকে তাকালেই দেখা যাবে সেখানে A B পরপর লেখা নেই। ভেবে দেখেছেন KEY-BOARD-এর A,B,C,D পর পর লেখা থাকে না কেন ?
KEY-BOARD ব্যবহৃত QWERTY ফরম্যাট বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এর জন্ম কম্পিউটারের জন্মের অনেক আগে টাইপরাইটারের যুগে।
বর্তমানে KEY-BOARD ব্যবহৃত ফরম্যাটকে বলা হয় QWERTY ফরম্যাট। প্রতিটি KEY-BOARD-এ লেখা থাকে ইংরাজি বর্ণমালার অক্ষর। কিন্তু এই বিশেষ ফরম্যাট মেনে অক্ষরগুলি পরপর লেখা থাকে না। টাইপিংকে সুবিধাজনক এবং সহজ করার জন্য, অক্ষরগুলি এমনভাবে সাজানো হয়েছিল যাতে ঘন ঘন একত্রিত হওয়া অক্ষরগুলিকে দূরে রাখা হয়। যেহেতু ‘TH’ এবং ‘SH’ প্রায়ই একত্রিত হয়, তাই এই অক্ষরগুলি বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল।
আপনাদের জন্য আরো
1.কম্পিউটার সুরক্ষিত রাখতে কীভাবে কাজ করে অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম? জেনে নিন
2.WhatsApp-এ ই-চালান পাচ্ছেন ? সাবধান ! ফাঁদ পাতছে হ্যাকাররা
3.Microsoft Windows-এ বিশ্বজুড়ে গোলযোগ ! বন্ধ বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা