Tecno Phantom X2 সিরিজের স্মার্টফোনটিতে 6.8inch এর কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে Full HD+ রেজোল্যুইসন রয়েছে, 120Hz রিফ্রেশ Rate, 360Hz টাচ সেম্পেলিং রেট এবং 20:9 আসপেক্ট রেশিও রয়েছে।
Tecno তার Tecno Phantom X2 সিরিজ থেকে পর্দা সরিয়ে দিয়েছে। এই লাইনআপে Tecno Phantom X2 এবং Tecno Phantom X2 Pro ফোন দুটি রয়েছে। এই স্মার্টফোন দুটি হলো কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন। স্পেসিফিকেশনের দিক থেকে ফোন দুটি প্রায় একই রকমের হবে। কিন্তু ক্যামেরার দিক থেকে ফোন দুটির মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। চলুন তাহলে এই নতুন স্মার্টফোন দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Tecno Phantom X2 সিরিজের স্পেসিফিকেশন :-
স্পেসিফিকেশনের কথা বলতে গেলে এই নতুন Tecno Phantom X2 ফোনটিতে দেওয়া হয়েছে একটি ইউনিক ডিজাইন। ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে 6.8inch এর কার্ভড AMOLED ডিসপ্লে, যাতে Full HD+ রেজোল্যুইসন রয়েছে, 120Hz রিফ্রেশ Rate, 360Hz টাচ সেম্পেলিং রেট এবং 20:9 আসপেক্ট রেশিও রয়েছে। 10 বিট প্যানেল 100% DCI-P3 কালার গেমুট সাপোর্ট রয়েছে। ফোনটিতে স্ট্যান্ডার্ড Punch Hole দেওয়া হয়েছে আর ফোনটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেক্টেড।
ক্যামেরার কথা বলতে গেলে Tecno Phantom X2 Pro ফোনটিতে f/1.49 এপার্চার এর সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ট্রিপল ক্যামেরা ৮ টি ফোকাসকে করতে পারে। অপরদিকে Tecno Phantom X2 ফোনটিতে 64MP মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই স্মার্টফোন দুটির ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে।
প্রসেসরের কথা বলতে গেলে ফোনটিতে MediaTek Dimensity 9000 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে
LPDDR5x RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম এর কথা বলতে গেলে ফোনটি Android 12 বেসড HiOS 12.0 এর ওপর কাজ করে। কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে রয়েছে Dual SIM, 5G, Dual ব্যান্ড ওয়াইফাই, Bluetooth 5.3, GNSS, NFC এবং USB 2.0 পোর্ট। ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আর ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে 5,160mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যাতে 45Wt ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Tecno Phantom X2 সিরিজ ফোনটির দাম এবং কালার
Tecno Phantom X2 এর 8GB + 256GB ভেরিয়েন্টের দাম SAR 2,699 অর্থাৎ 59,113 টাকা। আর Tecno Phantom X2 Pro এর 12GB + 256GB ভেরিয়েন্টের দাম SAR 3,499 অর্থাৎ প্রায় 76,635 টাকা।
কালার অপশন এর কথা বলতে গেলে Phantom X2 স্মার্টফোনটি Stardust Grey এবং Moonlight Silver কালারে উপলব্ধ। আর Phantom X2 Pro স্মার্টফোনটি Mars Orange এবং Stardust Grey এই দুটি কালারে পাওয়া যাচ্ছে।
আপনার জন্য আরো
1.5180mAh ব্যাটারি এবং DSLR এর মতো ক্যামেরার সাথে লঞ্চ হলো Blackview BV5200 PRO
2.মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন
3.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro
4.মাত্র 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে iPhone 14 স্মার্টফোনটি