চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান Tecno তাদের নতুন স্মার্টফোন Techno Pova Neo 3 ডিজাইন প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। এই স্মার্টফোনটি এই মাসেই লঞ্চ করা হতে পারে।
Techno Pova Neo 3 স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক
ফোনটির মেইন আকর্ষণ ফোনটির ব্যাটারি হতে চলেছে কারণ ফোনটিতে থাকছে 7000mAh বড় ব্যাটারি। এছাড়া ফোনটিতে থাকছে MediaTek Helio G85 ।Techno Pova Neo 3 তে থাকছে 6.82 ইঞ্চির একটি HD + ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90Hz। এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেয়া হবে। এই স্মার্ট ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেয়া হয়েছে। ভিডিও কলিং এবং সেলফির জন্য ফ্রন্ট এ 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হতে পারে। ফোনটিতে Techno কোম্পানির কাস্টমাইজ HIOS 13 ইউজার ইন্টারফেস দেওয়া হবে।Techno Pova Neo 3 স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে Mecha Black,Hurricane Blue এবং Amber Gold।
এই মাসের শুরুতেই কোম্পানি ভারতে Techno Camon 20 Premier 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনটিতে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেয়া হয়েছে। এটির 8GB RAM এবং 512GB স্টোরেজ যুক্ত ভেরিয়েন্ট টির দাম 29,999 টাকা। এই স্মার্টফোনটি BLACK এবং BLUE কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্স সালের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেয়া হয়েছে। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলের জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
এই স্মার্ট ফোনটিতে মিডিয়াটেক ডাইমনসিটি 8050 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি এন্ড্রয়েড 13 উপর বেসড HiOS 13 এ চলে।Techno Camon 20 Premier 5G ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি দেয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করবার জন্য 45W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে 5G কানেকশন, ওয়াইফাই 6, Bluetooth 5.2, dual speaker, 3.5 mm jack সহ NFC ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।
আপনার জন্য আরো
1.Redmi K70 সিরিজ Snapdragon 8 Gen 2 সহ খুব তারাতারি লঞ্চ হতে চলেছে
2.iQoo 12 -এ থাকতে পারে Snapdragon 8 Gen 3 SoC, লঞ্চের আগে লিক হলো স্পেসিফিকেশন্স
3.লঞ্চ হলো Samsung Galaxy S21 FE 5G এর নিউ মডেল Snapdragon 888 SoC সহ, জেনে নিন প্রাইস
4.16GB RAM এবং 13 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হলো Honor MagicPad 13, জানুন বিস্তারিত