ইলেকট্রিক বিল কম আসার জন্য ‘এই’ ছোট ছোট ভুল গুলো করা বন্ধ করুন ! কমে যাবে 30% খরচ

আধুনিক যুগে আধুনিক সব জিনিসপত্র। তেমনি ইলেকট্রিক জিনিসও আধুনিক। আপনি আপনার বাড়িতে আধুনিক বাল্ব ব্যবহার করতে পারেন। আধুনিক বাল্ব বলতে আপনি LED বাল্ব ব্যবহার করতে পারেন। আপনি আপনার বাড়িতে যদি LED বাল্বের বদলে অন্য কোনো বাল্ব ব্যবহার করেন, তাহলে তা এখুনি পরিবর্ত করুন। কারণ বর্তমানে এই LED লাইট গুলোয় অনেকটা বিদ্যুৎ বাঁচিয়ে থাকে। তাই আজ থেকেই LED লাইটের ব্যবহার শুরু করুন।

আপনার বাড়ির ইলেকট্রিক বিল কিছু করেই কমতে পারছেন না। প্রতিমাসে ইলেকট্রিক বিলের জন্য আপনার মাসিক বেতনের ওপর চাপ বেড়ে যাচ্ছে। তাহলে এই টিপস গুলো ফলো করুন, আপনারই লাভ হবে।

আগেই বলেছি আপনি যদি আপনার বাড়িতে LED বাল্ব ব্যবহার না করে অন্য কোনো বাল্ব ব্যবহার করেন তাহলে আজই বদলে ফেলুন। কারণ বর্তমানে এই আধুনিক LED লাইট গুলো অনেকটা বিদ্যুৎ বাঁচিয়ে দেয়।

আপনার বাড়িতে এসি নেই তাও অনেক টাকার ইলেকট্রিক বিল দিতে হচ্ছে। তাহলে প্রত্যেক দিনের কিছু অভ্যাস বদলে ফেলুন। এর ফলে ইলেকট্রিক বিলের চাপ অনেকটা কমে যাবে।

ধরুন আপনার বাড়িতে এসি আছে, তখন তো আপনাকে ইলেকট্রিক বিল বেশি দিতেই হবে। কিন্তু আবার কিছু ছোট ছোট ভুল করার জন্যও কিন্তু ইলেকট্রিক বিল বেশি এসে থাকে।

আপনার বাড়িতে যদি এসি থাকে, তাহলে আপনি বেশির ভাগ সময় রিমোড দিয়ে তা বন্ধ করে থাকেন। এসির সুইচ অফ করেন না। এর ফলে বিদ্যুৎ চলাচল চলতেই থাকে। তাই ইলেকট্রিক বিলও বেশি আসে।

আপনার ঘরের এসি ২৪ থেকে ২৬ ডিগ্রিতে চালান ও সঙ্গে ঘরের ফ্যানও চালান, এতে ঘরের তাপমাত্রা ঠিকঠাক থাকবে। এর ফলে ইলেকট্রিক বিল কম আসবে।

ঘরের এসি বারবার অন অফ না করায় ভালো। এতে বেশি ইউনিট বিদ্যুৎ খরচ হওয়ার সম্ভবনা থাকে। এসি সময় মতো সার্ভিস করানো উচিত।

আবার যখন মোবাইল চার্জে দেন, তখন সুইচ অফ করতে ভুলে যান। একদম এমন ভুল করবেন না। মোবাইল চার্জ হয়ে গেলে, সুইচ অফ না করা এটি খুব খারাপ অভ্যাস। যদি এই অভ্যাস আপনার থেকে থাকে তাহলে অভ্যাস বদলান। কারণ, ইলেকট্রিক বিল বেশি আসার পিছনে এটাও একটি বড়ো কারণ।

আপনার বাড়িতে ফ্রিজ থাকলে তা একটানা ২৪ ঘন্টা না চালিয়ে, ১ ঘন্টার জন্য বন্ধ লোরে রাখতে পারেন। এতে ফ্রিজও ভালো থাকবে ও বিদ্যুৎ বিলও কম আসার সম্ভবনা থাকে।

আপনার বাড়িতে যদি নয়-দশ বছরের পুরোনো বা তারও বেশি পুরোনো ইলেকট্রিক জিনিপত্র বা ডিভাইস থাকে, তাহলে তাকে চেক করিয়ে নেওয়া ভালো। কারণ পুরোনো ইলেকট্রিক জিনিসপত্র বা ডিভাইস থেকেও অনেক সময় ইলেকট্রিক বিল বেশি আসে।

আপনাদের জন্য আরো

1.শাওমি পোকো f6 কি নামের প্রতি সুবিচার করতে পারবে 

2.ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, অ্যাকাউন্ট চালু করার জন্য বারবার ফোন আসছে ! সাবধান, OTP দিলেই অ্যাকাউন্ট ফাঁকা

3.সিম কার্ড নতুন তুলতে চান, জেনে নিন নতুন নিয়ম ! জুলাই মাস থেকে নিয়মের কঠোরতা

4.ফোন সময়ে আপডেট করছেন না বড় ক্ষতি হচ্ছে, বিস্ফোরণ হতে পারে

Leave a Comment