50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 জিবি RAM যুক্ত স্মার্টফোন মাত্র 8200 টাকায়

UMIDIGI দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছে একটি হলো UMIDIGI G1 Max এবং অন্যটি হলো UMIDIGI C1 Max । এই স্মার্টফোন দুটি দুর্দান্ত ছারে পাওয়া যাবে আলিএক্সপ্রেস শপিং ফেস্টিভ্যালে। এছাড়া কোম্পানি একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে ফ্রি তে UMIDIGI স্মার্টফোন জেতার সুযোগ থাকবে।

তাহলে আসুন আবার জেনে নেওয়া যাক ফোনটির অফার,ফিচার ও দাম সম্পর্কে

UMIDIGI দুটি স্মার্টফেনেই থাকছে 6.52 ইঞ্চি fullhd প্লাস ডিসপ্লে। 60Hz রিফ্রেশ রেটের সঙ্গে থাকছে 1600×720 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে।স্মার্টফোন দুটিতে ব্যবহার করা হয়েছে উনিসেফ T610 প্রসেসর। ফোন দুটিতেই থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আপনি মেমরি কার্ড এর সাহায্যে 256GB স্টোরেজ বাড়াতে পারবেন।

G1 Max এবং C1 Max ফোন দুটিতে 50MP প্রাইমারি ক্যামেরা ও সেলফির জন্য 8MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন দুটিতে থাকছে 5150mAh ব্যাটারি যা 10W চার্জিং সাপোর্ট করে এবং টাইপ C পোর্ট ব্যবহার করা হয়েছে। ফোন দুটি স্টক এন্ড্রোইড 12 এ কাজ করে এবং ডবল 4G সিম সাপোর্ট করে। এছাড়াও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং 35 mm হেডফোন জ্যাক।

UMIDIGI C1 Max স্মার্টফোনটি স্টোরি ব্ল্যাক এবং মেট সিলভার কালার এ এবং G1 Max ফোনটি স্টোরি ব্ল্যাক ও blue কালার এ পাওয়া যাবে। স্মার্টফোন দুটি 166.65 ডলারে বিক্রি করা হবে কিন্তু আলিএক্সপ্রেসে সেল চলাকালীন ফোন দুটি মাত্র 99.99 ডলার এ অর্থাৎ মোটামুটি 8200 টাকায় পাওয়া যাবে। এই অফারটি 1 নভেম্বর 2022 থেকে শুরু হবে। আপনারা আগে থেকেই add to cart করে রাখতে পারেন।

এছাড়াও আপনি যদি UMIDIGI স্মার্টফোন ফ্রি তে নিতে চান তাহলে আপনি UMIDIGI এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে গিভওয়ে কনটেস্ট এ যোগদান করতে পারেন।

আপনার জন্য আরো

1.48MP রিয়ার ক্যামেরা বিশিষ্ট Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন

2.Xiaomi Redmi A1+ ফোনটি market এ এলো অত্যন্ত কম দামে

3.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন: এই বছরের শেষে লঞ্চ হতে চলেছে

4.অবশেষে iqoo neo 7 ভারতে লঞ্চ হতে চলেছে

Leave a Comment