ফ্রি রিচার্জ বা বিনামূল্যে মোবাইল রিচার্জের নাম করে ব্যাঙ্ক থেকে টাকা লুট করার নতুন ফাঁদ বিছিয়েছে সাইবার জালিয়াতরা। এই বিষয়ে সাবধান করলো লালবাজার। কিছু দিন ধরে মোবাইল ফোনে একটি মেসেজ দেখা যাচ্ছে বিনামূল্যে রিচার্জ বা ফ্রি রিচার্জের। এই ফ্রি রিচার্জ মেসেজের সাথে একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে। ফ্রি রিচার্জের লোভে পরে একবার এই লিংকে ক্লিক করলেই এক নিমিষে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট।
এই মেসেজে বলা হচ্ছে যে, লোকসভা নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৯ টাকার ২৮ দিনের জন্য মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়েছেন। এই ফ্রি রিচার্জের সুযোগ থাকবে এবছরের ২৯-এ অক্টোবর পর্যন্ত। এই ফ্রি রিচার্জের সঙ্গে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। ফ্রি রিচার্জ করার জন্য ওই লিঙ্ক-এ ক্লিক করতে বলা হচ্ছে।
লালবাজার জানিয়েছে, এই মেসেজ ও মেসেজের সাথে শেয়ার করা লিঙ্ক এটি জাল। সাইবার জালিয়াতদের করা এটি একটি নতুন ফাঁদ। ওই লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্ক থেকে টাকা ফাঁকা হয়ে যেতে পারে। ব্যাক্তিগত তথ্যও চুরি করে নিতে পারে। এই বিষয় সম্পর্কে জনগণদের সাবধান করা হয়েছে। এরই মধ্যে অনেকর মোবাইলের হোয়াটসঅ্যাপে এই মেসেজে ও মেসেজের সাথে লিঙ্ক শেয়ার করেছে বলে জানিয়েছে পুলিশেরা।
এরই মধ্যে এই পোস্টটি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা শুরু হয়ে গেছে। ভোট শুরু হওয়া থেকে এই মেসেজটি অনেক গ্রাহকের কাছে আসতে শুরু করে। কোনো কোনো গ্ৰাহক এই মেসেজের বিরুদ্ধে অভিযোগ জানায়, রিচার্জের লোভ দেখিয়ে এইভাবে ভোট চুরি করা হচ্ছে। আবার অনেক মানুষ এই মেসেজের দিকে তেমন একটা গুরুত্ব দেয়নি। কলকাতা পুলিশের পোস্টের পর সাধারণ মানুষ যে আরও সচেতন হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আপনাদের জন্য আরো
1.Mobile flash দিনের বেলা ছবি তোলার সময় কি ব্যবহার করা উচিত ? সঠিক উত্তর জেনে নিন
2.বড় পরিবর্তন ইনস্টাগ্রাম, এরাতে পারবেন না এসব বিজ্ঞাপনগুলি
3.ফোন হারিয়ে গেছে চিন্তা হচ্ছে ? গুগল বন্ধু আপনার ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে