দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung ভারতে তাদের নতুন OLED TV লঞ্চ করেছে। এই নতুন রেঞ্জে দুটি সিরিজের টিভি রয়েছে S95C এবং S S90C । 3টি ডিসপ্লে সাইজে এই OLED টিভি গুলি বাজারে আনা হয়েছে 55 ইঞ্চি,65 ইঞ্চি এবং 77 ইঞ্চি। এই স্মার্ট টিভিতে PANTONE সার্টিফাইড ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung কোম্পানির সমস্ত নতুন OLED TV ভারতে বানানো হচ্ছে। গেম খেলার জন্য টিভি গুলিতে Motion Xcelerator Turbo Pro দেওয়া হয়েছে। একইসঙ্গে সোলার পাওয়ার রিমোট কন্ট্রোল দেয়া হয়েছে। এই নতুন সিরিজের স্মার্ট টিভি গুলির দাম 1,69,990 টাকা থেকে শুরু হচ্ছে। এই টিভিগুলি Samsung স্টোর সহ অন্যান্য রিটেল স্টোরেও উপলব্ধ থাকবে। এই টিভি গুলির উপর থাকছে দু বছরের ওয়ারেন্টি। এছাড়া বিশেষ বিশেষ কিছু ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডের উপর থাকছে 20% ক্যাশব্যাক এর অফার।
Samsung OLED TV স্পেসিফিকেশন
এটি একটি 4K স্মার্ট টিভি যাতে Neural Quantum Processor ব্যবহার করা হয়েছে। এই স্মার্ট টিভিটিতে AI ব্যবহার করা হয়েছে। PANTONE সার্টিফাইড হওয়ায় ডিসপ্লে কালার কোয়ালিটি অনেক ভালো হবে। এছাড়াও এই স্মার্ট টিভিতে থাকছে আই কমফর্ট মোড যার ফলে টিভির আশেপাশের লাইট অনুসারে ডিসপ্লে লাইট অটোমেটিক এডজাস্ট হবে। কোম্পানি এই টিভিতে ইনফিনিটি ডিজাইন ব্যবহার করেছে। এছাড়াও এই স্মার্ট টিভিটি ডলবি অডিও এবং OTS+ সাপোর্ট করে। এই স্মার্ট টিভির রিমোটটিও সোলার চার্জিং সাপোর্ট করে। এমনকি ইনডোর লাইফেও এই সোলার রিমোট চার্জ হতে সক্ষম।
গেম খেলার জন্য এই স্মার্ট টিভিতে Motion Xcelerator Turbo Pro টেকনোলজি দেওয়া হয়েছে।144 Hz রিফ্রেসরেট যুক্ত ডিসপ্লে আপনার গেমিং এক্সপেরিয়েন্স কে আরো এনহেন্স করবে। এছাড়া আরো একাধিক গেমিং ফিচার টিভিটিতে দেয়া হয়েছে। Samsung এই স্মার্ট টিভিতে Calm Onboarding ফিচার এর সঙ্গে ইনবিল্ড loT Hub এবং loT এনাবেল সেনসর দেওয়া হয়েছে যার ফলে আপনার স্মার্ট টিভির আশেপাশে থাকা যেকোন স্মার্ট ডিভাইস এর সাথে কানেক্ট হতে পারবে এবং সেগুলিকে কন্ট্রোল করতে পারবে। আগের মাসেই কোম্পানি 98 ইঞ্চি Q80Z টিভি লঞ্চ করেছিল। এই টিভিতে দুর্দান্ত পিকচার কোয়ালিটির সঙ্গে অসাধারণ সাউন্ড পারফরমেন্স পাওয়া যায়। Samsung Q80Z TV 4.2.2 চ্যানেল স্পিকার সিস্টেম এবং নতুন কিছু ফিচারের সঙ্গে আসে।
আপনার জন্য আরো
1.15 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে ৩২ ইঞ্চি OnePlus Smart TV, জানুন পুরো অফার
2.Nokia লঞ্চ করল দুটো ডিসপ্লে যুক্ত ফোন জানুন বিস্তারিত
4.লঞ্চ হলো Realme C53 স্মার্টফোনটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে, পাবেন দুর্দান্ত ফিচার্স