Samsung Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেটের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসলো জানুন স্পেশাল কি থাকছে

Samsung কোম্পানি তাদের আগামী ইভেন্টে Samsung Galaxy Tab S9 , Galaxy Tab S9 Plus , Galaxy Tab S9 Ultra এর সঙ্গে Galaxy Z Fold 5 , Z Flip 5 এবং Galaxy watch 6 সিরিজ পেস করতে পারে। টিপ্সটার ঈশান আগরওয়াল Galaxy Tab S9 সিরিজের স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন।

Samsung Galaxy Tab S9, S9+ এবং S9 Ultra এর আনুমানিক স্পেসিফিকেশন

টিপ্সটার এর কথা অনুসারে Galaxy Tab S9 এ 11 ইঞ্চির ডায়নামিক AMOLED 2X WQXGA ডিসপ্লে থাকবে ,যার রেজুলেশন হবে 2560 x 1600 পিক্সেল। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ট্যাবলেটে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেয়া হবে এবং ফ্রন্টে 12 মেগাপিক্সেলের ক্যামেরা হবে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ট্যাবটিতে 8400mAh ব্যাটারি দেওয়া হবে। ট্যাবলেটটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। ডাইমেনশন এর কথা বলতে গেলে ট্যাবলেট টি লম্বায় 254.8 মিলিমিটার, চওড়ায় 165.8 মিলিমিটার হবে এবং 5 .9 মিলিমিটার মোটা হবে।

Samsung Galaxy Tab S9 Plus এ 12 .4 ইঞ্চির AMOLED 2X ডিসপ্লে দেওয়া হবে যার ডিসপ্লে রেজুলেশন 2800 x 1782 পিক্সেল WQXGA + হবে। ট্যাবটিতে 13 + 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ট্যাবটিতে 10,090mAh ব্যাটারি দেওয়া হবে।ট্যাবলেটটিতে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।ডাইমেনশন এর কথা বলতে গেলে ট্যাবলেট টি লম্বায় 285.4 মিলিমিটার, চওড়ায় 185.4 মিলিমিটার হবে এবং 5 .7 মিলিমিটার মোটা হবে।

Samsung Galaxy Tab S9 Ultra এ 14 .6 ইঞ্চির AMOLED 2X ডিসপ্লে দেওয়া হবে যার ডিসপ্লে রেজুলেশন 2960 x 1898 পিক্সেল WQXGA + হবে। ট্যাবটিতে 13 + 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ট্যাবটিতে 11200mAh ব্যাটারি দেওয়া হবে।ট্যাবলেটটিতে 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে।ডাইমেনশন এর কথা বলতে গেলে ট্যাবলেট টি লম্বায় 326.4 মিলিমিটার, চওড়ায় 208 .6 মিলিমিটার হবে এবং 5 .5 মিলিমিটার মোটা হবে।

Samsung Galaxy Tab S9 সিরিজে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। একই চিপ Galaxy S23 সিরিজের স্মার্টফোনে থাকবে। এছাড়াও 4 টি স্পিকার ,একটি অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং একটি S পেন থাকবে।

আপনার জন্য আরো

1.Boult লঞ্চ করল bluetooth কলিং যুক্ত Striker Plus স্মার্ট ওয়াচ,দাম মাত্র 1299

2.আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে Infinix Hot 30 5G , থাকছে 6,000mAh এর ব্যাটারি, জানুন বিস্তারিত

3.Realme Pad 2 -তে থাকতে পারে 8360mAh এর ব্যাটারি, লিক হলো ডিজাইন এবং স্পেসিফিকেশন্স

4.লঞ্চের আগে Samsung Galaxy M34 5G এর সাপোর্ট পেজ হলো লাইভ! জানুন বিস্তারিত

Leave a Comment