Samsung তাদের Galaxy FE লাইন আপের নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। কোম্পানি খুব তাড়াতাড়ি Samsung Galaxy S22 FE 5G ছেড়ে Samsung Galaxy S23 FE 5G স্মার্টফোনটির উপর কাজ করা শুরু করেছে যে মডেলটির ক্যামেরা কোয়ালিটি পূর্ববর্তী মডেল এরচেয়ে অনেক ভালো হবে। Samsung এর নতুন স্মার্টফোনের ঝলক অনলাইন দেখা গেছে যেখানে ফোনটির ডিসপ্লে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অনেক সম্ভাবনা রয়েছে যে এই নতুন স্মার্টফোনটিতে Exynos 2200 প্রসেসর ব্যবহার করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এই ধরনের কোনরকম তথ্য প্রকাশ্যে আসেনি । Samsung খুব শিগগিরই এই ফোনটির প্রকাশ্যে আনবে বলে অনুমান করা হচ্ছে। আসুন এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক
Galaxy Club এর একটি রিপোর্ট অনুসারে Samsung Galaxy S23 FE 5G স্মার্টফোনটিতে Samsung Galaxy S23 এর মত প্রাইমারি ক্যামেরা দেয়া হতে পারে। অর্থাৎ স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হতে পারে। এছাড়াও রিপোর্ট থেকে এটা জানা যায় যে এই স্মার্টফোনটি এই বছরের শেষ দিকে লঞ্চ হতে পারে।
এর আগের একটি রিপোর্ট Samsung Galaxy S23 FE 5G স্মার্টফোনটির অন্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছিল। Samsung এই নতুন স্মার্টফোনটি এ বছরের ই শেষের দিকে মার্কেটে আনতে পারে। Samsung এর ফ্যান এডিশন ফোনটি ইন হাউস Exynos 2200 SoC তে কাজ করবে।
অনলাইনে পাওয়া তথ্য অনুসারে এই স্মার্টফোনটি দুটি RAM ভেরিয়েন্টে আসতে চলেছে 6GB ও 8GB । এছাড়া থাকছে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 128GB ও 256GB। এছাড়া থাকছে 4500mAh ব্যাটারি যা চার্জ করবার জন্য 25W এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যদিও স্যামসাংয়ের তরফ থেকে অফিশিয়ালি এই তথ্যগুলো প্রকাশ করা হয়নি।
Samsung Galaxy S21 FE 5G ভারতে ২০২২ সালে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার রিফ্রেস রেট 120Hz। ডিসপ্লে রেজুলেশন 2340X1080 পিক্সেল। প্রসেসর হিসেবে Exynos 2100 দেওয়া হয়েছে।ফোনটিতে 8GB Ram দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ১২ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই স্মার্টফোনটিতে ৩২ মেগাপিক্স সেলফি ক্যামেরা দেয়া হয়েছে। যার অ্যাপারচার f/2.2।
আপনার জন্য আরো
1.লঞ্চ হতে চলেছে Google Pixel 7a 64mp ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লের সাথে, জানুন বিস্তারিত
2.Google থেকে Realme, Poco এবং Motorola-র এই স্মার্টফোনগুলি 2023 সালের মে মাসে হবে লঞ্চ
3.Huawei Nova 11i লঞ্চ হলো 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 680 প্রসেসরের সাথে, জানুন বিস্তারিত
4.Redmi Note 12R Pro লঞ্চ হয়ে গেল চীনে জানুন স্পেসিফিকেশন ও দাম