Smart AI ল্যাপটপ নিয়ে আসলো Samsung যা ম্যাকবুকের থেকেও দামি

টেকনোলজির প্রতিটি পদক্ষেপে মার্কিন সংস্থা অ্যাপেল এর সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সংস্থা Samsung। ল্যাপটপ হোক বা স্মার্টফোন স্যামসাং এর ডিভাইসগুলি সর্বদাই আপেলের ডিভাইস গুলোর সঙ্গে পাল্লা দিয়ে থাকে। দামের দিক থেকে অ্যাপেল কোম্পানি বেশি এক্সপেন্সিভ স্মার্টফোন এবং ল্যাপটপ লঞ্চ করে থাকে। কিন্তু Samsung এইবার অ্যাপেল কোম্পানির এক্সপেন্সিভ ম্যাকবুক এর চেয়েও অধিক এক্সপেন্সিভ অর্থাৎ বেশি দামের নতুন Smart AI ল্যাপটপ মার্কেটে আনছে যা অলরেডি ভারতে লঞ্চ হয়ে গেছে। 

বেশি কথা না বলে প্রথমেই জেনে নেয়া যাক ল্যাপটপটির নাম –

গেলেক্সি বুক 4 আলট্রা এই হাই পারফরম্যান্স ল্যাপটপটি লঞ্চ হওয়ার আগে আরও তিনটি galaxy সিরিজের ল্যাপটপ লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারিতে সেগুলি হল গ্যালাক্সি বুক 4 প্রো, গ্যালাক্সি বুক 4 360 এবং galaxy book 4 360 । এই তালিকায় যোগ হল সব থেকে টপ ভেরিয়েন্ট galaxy book 4 আলট্রা ল্যাপটপটি।

Samsung এর দাবি অনুযায়ী এই ল্যাপটপটিতে বেস্ট যে কম্পনেন্ট টি ব্যবহার করা হয়েছে সেটি হল এর প্রসেসর । এই Smart AI ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের নতুন কোর আলট্রা চিপসেট। যাতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক AI টেকনোলজি। ইহা এ সফলতা নিয়ে অনেকেই ওয়াকিবহল AI এর অবদান এবং অগ্রগতি সম্পর্কে সকলেই কমবেশি অবগত। একাধিক জটিল কাজ এই ল্যাপটপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা খুব সহজেই সম্পন্ন করতে সক্ষম হবে ব্যবহারকারী এমনই দাবি করছেন স্যামসাং সংস্থার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এটা দাবি করছে যে গ্যালাক্সি বুক 4 সিরিজের এই ল্যাপটপটি সবচেয়ে অ্যাডভান্স এবং ইন্টেলিজেন্ট। ল্যাপটপটিতে রয়েছে NVIDIA য়ার লেটেস্ট গ্রাফিক্স কার্ড টাচ ডিসপ্লে এবং উন্নত প্রযুক্তির কুলিং সিস্টেম।

Galaxy book 4 ultra specification 

Samsung এর এই স্মার্ট AI যুক্ত ল্যাপটপটিতে থাকছে 3k রেজুলেশন এবং ৪০০ নিটস ব্রাইটনেস যুক্ত 16 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। মুদ মাল্টি টাস্কিঙের জন্য রয়েছে ইন্টেল এর কোর আল্ট্রা 7 অথবা কোরোর আলট্রা 9 CPU। এছাড়াও ল্যাপটপটিতে থাকছে NVIDIA আর GeForce RTX 470 গ্রাফিক্স কার্ড। সর্বাধিক ওয়ান টেরাবাইড হাই স্পিড SSD স্টোরেজ পাওয়া যাবে ল্যাপটপটিতে। এছাড়াও থাকছে 32 জিবি RAM। কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ ৫.৩ এবং ওয়াইফাই সিক্স ই। এছাড়া ফাস্ট চার্জিং এবং ডাটা ট্রান্সফারের জন্য থাকছে ফান থাণ্ডার বোল্ট 4 USB পোর্ট। এছাড়াও থাকছে অন্যান্য প্রয়োজনীয় এইচ এম আই  2.1পোর্ট, হেডফোন বা মাইক্রোফোন ব্যবহার করার জন্য পোর্ট এবং মাইক্রো SD পোর্ট। 

SAMSUNG এর গ্যালাক্সি বুক 4 আলট্রা ল্যাপটপ সুপারফাস্ট চার্জিং এর জন্য দেয়া হয়েছে টাইপ C ১৪০ ওয়াটের ফাস্ট চার্জার ।যার ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 76 wh। এটা হচ্ছে ডলবি অ্যাটমসের প্লে ব্যাক সাউন্ড সিস্টেম ডুয়াল মাইক্রোফোন এবং AKG কোয়াড স্পিকার এবং 1080 পিক্সেলের ওয়েবক্যাম।

SAMSUNG এর এই স্মার্ট এ আই পাওয়ার ল্যাপটপটির দাম রাখা হয়েছে 2,33,990 টাকা। মুনস্টোন গ্রে রঙে ল্যাপটপটি SAMSUNG এর অফিসিয়াল ওয়েবসাইট ,Amazon থেকে অনলাইন এবং কয়েকটি নির্বাচিত অফলাইন স্টোর থেকে অর্ডার করতে পারবেন।

আপনার জন্য আরো

1.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI

2.BSNL এখন ‘সস্তা’ ! Jio, Vodafone, Airtel বাড়িয়েছে প্ল্যান খরচ, গ্রাহকরা আগ্রহী বিএসএনএলে

3.নতুন ফোন কেনার পরিকল্পনা, জুলাই মাসে বাজারে আসছে দমদার স্মার্টফোন, দেখে নিন তালিকায়

4.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস

Leave a Comment