এসি বর্ষাকালেও চালান ? ‘এই’ ছোট ছোট ভুল গুলো করছেন না তো ! হু হু করে বাড়বে খরচ

গরমকালের পর এবার দেশে শুরু হয়েছে বর্ষাকাল। এর ফলে তীব্র গরমের থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন দেশবাসী। কিন্তু, গরমকালে গরম থেকে বাঁচার জন্য অনেকেই বাড়িতে এসি লাগিয়েছে। এবারে গরমে, অতিরিক্ত গরম পড়ার কারণে এসির চাহিদা ছিল অনেক। এখনকার দিনে প্রায় কম-বেশি বাড়িতেই আছে এসি। এখন এই এসির উপরে বর্ষাকালে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। বর্ষাকালে এসি চালানোর সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। না হলে এসির বড়সড় কোনো ক্ষতি হতে পারে।

গ্রীষ্মকালে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে, অস্বস্তিকর গরম লাগে। আর সেই গরম থেকে মুক্তি পেতে আমরা এসি ব্যবহার করে থাকি। এই কিছু দিন হয়েছে বর্ষাকাল শুরু হয়েছে। তাই আবহাওয়া আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়েছে। আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সাধারণত এখন এসির বিশেষ প্রয়োজন পড়ছে না। কিন্তু, বর্ষাকালে এসি ব্যবহার করলে কিছু বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন।

বর্ষাকালে যখন হালকা বৃষ্টি হবে তখন এসি চালাতে হবে স্বাভাবিক তাপমাত্রায়। এর ফলে ঘরও ঠান্ডা হবে এবং এসির লোডও কমবে। বর্ষাকাল মানেই বৃষ্টির সময়, এই সময় স্বাভাবিক তাপমাত্রায় এসি চালালে এসির উপরে লোড কম পড়ে। এমনভাবে এসি চালালে বহুদিন ভাল থাকবে এসি।

বর্ষাকালে মুসলধারে বৃষ্টি হলে এসি বন্ধ করে রাখা উচিত। কারণ বৃষ্টির সময় এসি চলতে থাকলে, এসির ভিতর জল ঢুকে গেলে এসি নষ্ট হয়ে যেতে পারে। তাই বর্ষাকালে যখন প্রবল জোরে বৃষ্টি হবে, সেই সময় এসি বন্ধ রাখা সব থেকে ভাল। না হলে এসির ভিতরে জল ঢুকে তা খারাপ হয়ে যেতে পারে।

বর্ষাকালে প্রবল বৃষ্টির কারণে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে এসিতে খারাপ প্রভাব ফেলে। তাই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে এসি বন্ধ রাখাই ভাল। এখন বৃষ্টি হলেই, বৃষ্টির সাথে সাথে ঘন ঘন বাজও পড়ে। তাই বিশেষ করে সেই সময় এসি বন্ধ রাখাই উচিত। এসি বন্ধ করে না রাখলে এসি খারাপ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

এত কিছুর পরেও যদি মনে হয়, এসি-তে আরও অন্য কিছু সমস্যা আছে তাহলে সেটি ঠিক করার জন্য টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে। এছাড়াও বর্ষাকালে একটু দেখে শুনেই এসি ব্যবহার করা উচিত।

আপনাদের জন্য আরো

1.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI

2.Whatsapp -এ স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করার টিপস

3.BSNL এখন ‘সস্তা’ ! Jio, Vodafone, Airtel বাড়িয়েছে প্ল্যান খরচ, গ্রাহকরা আগ্রহী বিএসএনএলে

4.Amazon নিয়ে এসেছে চলতি মাসেই আকর্ষণীয় ছাড় ! রইল তার খুঁটিনাটি

Leave a Comment