Microsoft Windows-এ বিশ্বজুড়ে গোলযোগ ! বন্ধ বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা

শুক্রবার সকাল থেকে উইন্ডোজ ইউজারদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কম্পিউটার বা ল্যাপটপ খুললেই একটি নীল পর্দা ভেসে উঠছে স্ক্রিনে। সেখানে বলা হচ্ছে, ল্যাপটপ বা কম্পিউটার আপডেট নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আপডেট নেওয়ার পরও কাজ করছেন ডিভাইস। বিশ্বজুড়ে মাইক্রোসফটের এই প্রব্লেমের কারণে ব্যাহত হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা।

মাইক্রোসফট ইউজাররা ঠিক কিরকম সমস্যায় পড়েছেন ? জানা গেছে, কম্পিউটার বা ল্যাপটপ খুলতেই একটি বিশেষ বার্তা ভেসে উঠছে স্ক্রিনের সামনে। সেই বার্তায় বলা হচ্ছে, ডিভাইসে কিছু সমস্যার কারণে মেশিনে কোনও রকম কাজ করা যাচ্ছে না, ডিভাইস আপডেট করতে হবে। কিন্তু আপডেট করার পরেও চালু হচ্ছে না সিস্টেম। এই কারণে বিশ্বজুড়ে খুবই সমস্যা দেখা দিয়েছে। খবর সূত্রে জানা গেছে, ব্যাঙ্কিং থেকে বিমানবন্দর-সমস্ত ক্ষেত্রেই পরিষেবা বন্ধ হয়েছে। এমনকি বাদ যায় সরকারি পরিষেবাও।

এই সমস্যার সম্মুখীন হয়েছে ভারতবাসীরাও। দেশের অধিকাংশ বিমানবন্দরে চেক-ইন করতে সমস্যা হচ্ছে। উড়ান পরিষেবাতেও সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই আমেরিকা একাধিক বিমানবন্দরের পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। নেটিজেনরা নিজেদের সোশাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার স্ক্রিনের ছবিও শেয়ার করেছেন।

এই সমস্যা মিটতে এখনও কতক্ষন সময় লাগবে ? এখনও পর্যন্ত সঠিক উত্তর দিতে পারেননি মাইক্রোসফট কর্তারাও। সংস্থার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, এই সমস্যা দূর করতে কাজ করছে তাঁরা। এই সমস্যাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করছে। তাঁরা আশাবাদী যে, খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটবে বলে। কিন্তু জানা যাচ্ছে, এখনও কোনও সমাধান মেলেনি। যদিও এই সমস্যা সকলের সিস্টেমে হয়নি। যাঁদের সমস্যা হয়নি তাঁদের ল্যাপটপ বা কম্পিউটারে কাজ চলেছে।

আপনাদের জন্য আরো

1.উইন্ডোজ কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয় 

2.পুরোনো Computer এর নতুন কিছু ব্যবহার জেনে নিন

3.অনলাইনে গুগল ক্রোমে সেফ ব্রাউজিং ব্যবহার করে নিরাপদ থাকার উপায় জেনে নিন 

4.VAIO TL10 অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ হল 8GB RAM এবং 7000mAh বড় ব্যাটারি সহ জানুন বিস্তারিত

Leave a Comment