২৯ এপ্রিল চীনে লঞ্চ হলো Redmi Note 12R Pro । এটি Redmi Note 12 5G স্মার্টফোনটির রি-ব্র্যান্ডেড ভার্সন যা আগে থেকেই চীনের বাজারে উপলব্ধ রয়েছে। আসুন ফোনটি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
কোম্পানি প্রথমেই কনফার্ম করে দিয়েছে যে Redmi Note 12R Pro স্মার্টফোনটি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ শুধুমাত্র একটি ভেরিয়েন্টে মার্কেটে আসবে। যদিও Redmi Note 12 5G স্মার্টফোনটির তিনটি RAM ভেরিয়েন্ট রয়েছে 4GB,6GB,এবং 8GB এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB।
Redmi Note 12R Pro স্পেসিফিকেশন
স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির একটি এমনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজুলেশন FHD+ এবং রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে 48MP মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে MIUI 14 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 13 ভিত্তি করে তৈরি।
প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে Snapdragon 4 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেয়া হয়েছে। ফোনটিতে 5000mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যান্য ফিচারের কথা বলতে গেলে ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট, সাইট ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,NFC,IP53 রেটিং,3.5mm জ্যাক, এবং Type-C চার্জার দেয়া হয়েছে। স্মার্টফোনটি কালো সাদা এবং নীল কালারে উপলব্ধ রয়েছে।
আপনার জন্য আরো
1.লঞ্চ হতে চলেছে Lava Blaze 1X 5G 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 11GB RAM সহ
2.লঞ্চের আগেই ডিজাইন এবং স্পেসিফিকেশন লিক Realme 11Pro+
4.19GB RAM এবং 100 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হলো Honor X50i