শাওমি তাদের রেডমির নোট সিরিজ Redmi Note 12 5G সিরিজ ভারতবর্ষে লঞ্চ করেছে। এই সিরিজে থাকছে তিনটি স্মার্টফোন Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G and Redmi Note 12 Pro+ 5G.
এগুলির মধ্যে সবচেয়ে সস্তার স্টার্টিং ভেরিয়েন্ট টি হলো Redmi Note 12 5G। এটির দাম শুরু হচ্ছে 16,499 টাকা থেকে। আপনি যদি একটি নতুন রেডমি স্মার্টফোন কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই পোস্টটি পড়ুন এবং কোন ভেরিয়েন্টটি আপনার জন্য সঠিক হবে সেটি অবশ্যই জেনে নিন।
Redmi Note 12 5G স্মার্টফোনটি একটি ৬.৬৭ ইঞ্চির সুপারএমোলেড ডিসপ্লের সঙ্গে আসছে ফলে ডিসপ্লে পিকচার কোয়ালিটি খুবই উজ্জ্বল এবং পরিষ্কার হবে। ডিসপ্লে টি তে থাকছে 120Hz এর রিফ্রেশ রেট এবং ইন্টেলিজেন্টলি অ্যাডজাস্টেড 4096 এর ব্রাইটনেস লেভেল।
স্মার্টফোন কোম্পানি দাবি করছে এটি নোট সিরিজের মধ্যে সবথেকে পাতলা 7.9mm থিকনেস যুক্ত। স্মার্টফোনটি আপনারা তিনটি কালার অপশনে পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক, মিষ্টিক ব্লু,ফ্রসটেড গ্রীন। ফোনটিতে থাকছে আইপি ৫৩ এর রেটিং অর্থাৎ এটি ওয়াটারপ্রুফ। যা আপনার স্মার্টফোনটিকে জলের হাত থেকে রক্ষা করবে।
Redmi Note 12 5G স্মার্ট ফোন টিতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন এর 4 Gen 1 প্রসেসর। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর যাতে থাকছে 5G সাপোর্ট । ব্যাটারির ব্যাকআপ দীর্ঘ সময় পর্যন্ত থাকবে। রিফ্রেস রেট ১২০ হওয়ার জন্য গেমিং এক্সপেরিয়েন্স খুবই ভালো হবে।
Redmi Note 12 5G স্মার্টফোনটি Ram এর দুটি ভেরিয়েন্ট অফার করছে একটি 4gb অপরটি 6gb সঙ্গে থাকছে ১২৮ জিবি ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ তবে আপনি 1TB পর্যন্ত বাড়াতে পারবেন এক্সটার্নাল মেমোরি কার্ডের সাহায্যে।
স্মার্টফোনটিতে থাকছে MIUI 13 Based Android 12 এর অপারেটিং সিস্টেম। এছাড়া কোম্পানি দাবি করেছে তারা পরবর্তী দু’বছর অপারেটিং সিস্টেম আপডেট প্রদান করবে এবং একই সঙ্গে চার বছরের সিকিউরিটি আপডেট দেবে।
Redmi Note 12 5G স্মার্টফোনটি তে থাকছে একটি 5000mAh এর Li Polymer ব্যাটারি। সঙ্গে থাকছে 33W একটি ফাস্ট চার্জার ।
Redmi Note 12 5G ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে থাকছে ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা f/1.8 aperture যুক্ত। একটি f/2.2 aperture যুক্ত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং f/2.4 aperture যুক্ত 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা।
এছাড়াও সেলফির জন্য থাকছে f/2.45aperture যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ।
আপনার জন্য আরো
1.অতি কম মূল্যে 5000mAh ব্যাটারি, Helio G25 SoC, 6.5Inch HD+ ডিসপ্লে সহ মার্কেটে লঞ্চ হলো Honor X5
2.108MP ক্যামেরা যুক্ত Redmi ফোনের ওপর শুরু হলো লুট মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন এই স্মার্টফোনটি
3.8GB RAM, Helio G96 চিপ, 44W ফাস্ট চার্জিং সহ Vivo Y75 হয়ে গেলো আরও সস্তা
4.Xiaomi 120Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 870 সহ Pad 6 সিরিজ নিয়ে আসছে