Xiaomi ভারতীয় মার্কেটে 30 মার্চ Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি চীনে লঞ্চ হয়েছিল এবং এই বছরের শুরুতে গ্লোবাল মার্কেটেও প্রবেশ করেছে। সম্প্রতি কোম্পানি Redmi Note 12 সিরিজকে গ্লোবালি ভাবে লঞ্চ করেছিল। Redmi Note 12 সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G, Redmi Note 12 Pro+ 5G এবং Redmi Note 12 4G রয়েছে। Redmi Note 12 4G স্মার্টফোনটি বাদ দিয়ে বাকি সব মডেল গুলোই ভারতে লঞ্চ হয়ে গেছে। Redmi নিশ্চিত করেছে যে 4G মডেলটিও 30 মার্চ ভারতে লঞ্চ করা হবে। এখন Amazon মাইক্রোসাইটে Redmi 12C স্মার্টফোনের দাম এবং আগমন প্রকাশ করা হয়েছে।
Redmi 12C এর স্পেসিফিকেশন :-
Redmi 12C -তে 6.71 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1650 x 720 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 20.6:9 এবং কন্ট্রাস্ট রেশিও 15octa core MediaTek Helio G85 SoC দেওয়া হয়েছে।00:1। প্রসেসরের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে octa core MediaTek Helio G85 SoC দেওয়া হয়েছে।অপারেটিং সিস্টেমের জন্য, এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে MIUI 13-এ কাজ করে। কোম্পানি দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপ এর কথা বললে এই ফোনটিতে 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ক্রিয়েট আনলক ফিচার, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, এফএম রেডিও কানেক্টিভিটি এবং 3.5 মিমি অডিও জ্যাক।
Redmi 12C এর আনুমানিক প্রাইজ :-
ভারতে এই ফোনটি ব্ল্যাক, সি ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার কালার অপশনে লঞ্চ করা যেতে পারে। অ্যামাজন মাইক্রোসাইট থেকে জানা গেছে যে Redmi 12C ইন্ডিয়া ভেরিয়েন্টের দাম 10,000 টাকার মধ্যে হবে। মাইক্রোসাইট থেকে এটাও নিশ্চিত হয়েছে যে ফোনটি লঞ্চের পরে অ্যামাজনে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে।
Redmi 12C চীনে শ্যাডো ব্ল্যাক, সি ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার কালার অপশনে পাওয়া যাচ্ছে। দামের কথা বললে, Redmi 12C এর 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 699 (প্রায় 8,400)। যেখানে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 799 (প্রায় 9,600 টাকা) এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 899 (প্রায় 10,800 টাকা)।
আপনার জন্য আরো
1.2023 সালের 3rd এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5 SE স্মার্টফোনটি
2.ভারতে লঞ্চ হল রেডমি-র নতুন ফোন Redmi Note 12 5G
3.Vivo Y56 5G স্মার্টফোনটির বিক্রি শুরু হয়ে গেছে জানুন ফিচার এবং দাম
4.Xiaomi 13 Lite 128GB ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো প্রাইস