৫ই জুলাই Nubia তাদের নতুন স্মার্টফোন Red Magic 8S Pro লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটিতে কোয়ালকমের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর Snapdragon 8+ Gen 2 প্রফেসর থাকতে পারে। লঞ্চ করার তারিখ যতই সামনে আসছে ফোনের স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে। গেমারদের কথা মাথায় রেখে এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে।
এই ফোনটি সম্পর্কে তথ্য প্রথম চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে পোস্ট করা হয়েছিল। এখানে এই স্মার্টফোনটিকে ব্ল্যাক এবং সিলভার কালারে দেখা গেছে। ফোনটিতে 6000mAh এর ব্যাটারি থাকছে, এটাও কনফার্ম করে দেয়া হয়েছে। Red Magic 8S Pro স্মার্টফোনটি 165W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে মাত্র ১৪ মিনিটে স্মার্টফোনটি ফুল চার্জ করা সম্ভব হবে।
এই স্মার্টফোনটিতে snapdragon এর ৮জেন প্রসেসর থাকছে সে কথা আগেই বলেছি সঙ্গে 24GB রেম থাকছে এটাও কনফার্ম হয়ে গেছে।
এই ক্যাপাসিটির সঙ্গে মার্কেটে থাকা ফোন গুলির মধ্যে এটি প্রথম স্মার্টফোন।
এবার আসা যাক ডিসপ্লের কথায় নুবিয়ার এই স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। থাকতে পারে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 13 এবং 1TB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরার বিষয়ে ও কোম্পানি বিশেষ নজর রেখেছে ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে।
Red Magic 8S Pro স্মার্টফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে তারপর একটি গ্লোবাল ভার্সন মার্কেটে আনা হবে। তবে ভারতে এই স্মার্টফোনটি কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোম্পানি কোনরকম তথ্য দেয়নি।
আপনার জন্য আরো
1.OnePlus Nord Summer Launch Event : লঞ্চ হতে চলেছে OnePlus Nord এবং Buds, জানুন বিস্তারিত
2.Samsung এর নতুন ফোল্ডেবল স্মার্টফোনে থাকতে পারে বড় স্ক্রিন, লিক হলো স্পেসিফিকেশন
3.OnePlus লাভারদের জন্য সুখবর OnePlus 12 লঞ্চের টাইম সামনে এলো জানুন বিস্তারিত
4.লঞ্চের আগেই লিক হলো OnePlus Nord 3 এর আনবক্সিং ভিডিও! জানুন বিস্তারিত