Realme GT Neo 6 স্পেসিফিকেশন প্রকাশ্যে এলো জানুন বিস্তারিত

Realme তাদের নতুন আপকামিং স্মার্টফোনRealme GT Neo 6 এর উপর কাজ করছে। যা খুব তাড়াতাড়ি স্মার্টফোন মার্কেটে আসতে চলেছে। স্মার্টফোনটিতে স্লিম বেজেলের সঙ্গে OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। আসুন এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Realme GT Neo 6 এর স্পেসিফিকেশন 

ফোনটি একটি 1.5k+ রেজুলেশন যুক্ত OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রিফ্রেশরেট 144Hz। ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এটা অনুমান করা হচ্ছে যে Realme GT Neo 5 স্মার্টফোনটিতে যে 6.74 ইঞ্চির OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল একই ডিসপ্লে Neo 6 তে ব্যবহার করা হতে পারে।

ফোনটিতে Snapdragon 8 Gen 2 প্রফেসর দেয়া হতে পারে। স্টোরেজের কথা বলতে গেলে ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে। ফোনটিতে 5000mAh অথবা তার চেয়ে বেশি mAh এর ব্যাটারি দেয়া হতে পারে। সঙ্গে ফাস্ট চার্জিং এর জন্য 100w এর চার্জার দেয়া হতে পারে।

ক্যামেরার কথা বলতে গেলে একটি 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা দেয়া হতে পারে।

Realme GT Neo 6 নতুন অ্যাট্রাক্টিভ ডিজাইনে লঞ্চ হতে পারে যা গ্রাহকদের আকৃষ্ট করবে। যদিও স্পেসিফিকেশন সম্পর্কে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। Realme 11 Pro ফোনটিতে যে সার্কুলার ক্যামেরা ব্যবহার করা আছে ঠিক একই ধরনের ক্যামেরা মডিউল Neo 6 এ ব্যবহার করা হতে পারে। এ বছরের শেষের দিকে এই ফোনটি লঞ্চ করা হতে পারে, বলে অনুমান করা হচ্ছে।

ফোনটির কত দাম হবে সে বিষয়ে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আপনার জন্য আরো

1.কম দামে দুর্দান্ত ফিচার্স সহ লঞ্চ হলো OnePlus Ace 2V

2.Oppo লঞ্চ করল 108 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত K11x জানুন বিস্তারিত

3.প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

4.লঞ্চের আগেই লিক হয়ে গেলো Motorola Razr 40 -এর স্পেসিফিকেশন্স, জানুন বিস্তারিত

Leave a Comment