Realme চীনের বাজারে আগামী 10মে Realme 11 সিরিজ স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে। যদিও কটি স্মার্ট ফোন লঞ্চ করা হবে সেই বিষয়ে কোন রকম তথ্য পাওয়া যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী এটি স্পষ্ট যে বেশ কয়েকটি মডেল লঞ্চ হতে চলেছে। যার মধ্যে রয়েছে Realme 11 5G,Realme 11 Pro এবং Realme 11 Pro+ 5G । আসুন realme 11 সিরিজ সম্পর্কে বিস্তারে জানা যাক।
Realme 11 Pro+ 5G ফোনটিতে ফক্স লেদার ব্যাক দেওয়া হয়েছে। ফোনটির টিজার থেকে জানা যাচ্ছে যে ফোনটিতে একটি বড় গোল ক্যামেরা মডিউল দেয়া হয়েছে। যা গোল্ড এবং ব্ল্যাক ডুয়াল কালার টোনে ডিজাইন করা হয়েছে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যদিও ক্যামেরার অন্য দুটি সেন্সর সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি । ক্যামেরা মডিউলের ওপরে একটি ফ্ল্যাশলাইটও দেওয়া হয়েছে।
ফোনটিতে একটি কার্ভ ফ্রন্ট এবং ফ্রেম দেয়া হয়েছে । এবং ব্যাকে একটি ফক্স লেদার দেয়া হয়েছে। গোল্ডেন কালারের ফ্রেম করা হয়েছে। একই সঙ্গে টাইপসি চার্জার এবং নিচের দিকে স্পিকার গ্রিল দেয়া হয়েছে।
Realme 11 Pro+ ফোনটিতে একটি 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটিতে ডাইমেনসিটি 7 সিরিজের প্রসেসর দেয়া হয়েছে। ফোনটিতে 16 GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100w ফাস্ট চার্জিং সাপোর্ট করে।Realme Pro+ এর সঙ্গে Realme 11 Pro এবং Realme 11 লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। এখন স্মার্ট ফোনটি লঞ্চ হলে জানা যাবে বাস্তবে স্মার্টফোনটিতে কি কি স্পেশাল ফিচারস থাকছে।
আপনার জন্য আরো
1.19GB RAM এবং 100 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হলো Honor X50i
2.আসতে চলেছে Moto G Stylus (2023) 50MP ক্যামেরা এবং 5000mAh এর ব্যাটারির সাথে
3.Realme 64MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ করলো Narzo N55, জেনে নিন এর দাম এবং ফিচার্স