বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলের কাছেই আছে স্মার্টফোন। বলা ভালো যে, প্রায় সকলেই সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ। শুধুমাত্র বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগের জন্যই নয়, এখন অফিশিয়াল কাজের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মেসেঞ্জিং অ্যাপ WhatsApp। সংস্থা এই অ্যাপটিকে ইউজারদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যুক্ত হতে চলেছে দুর্দান্ত এক ফিচার।
এখন সকলের মনেই প্রশ্ন, কি ফিচার আসতে চলেছে? বহুদিন আগে থেকেই ইনস্টাগ্রামে রয়েছে এই স্টেটাস রি-শেয়ার অপশনটি। অর্থাৎ কেউ তাঁর স্টেটাসে যা পোস্ট করেন সেখানে যদি আপনাকে মেনশন করে থাকে তাহলে তা নিজের স্টেটাসেও শেয়ার করা যায়। এবার এই ফিচারটি হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে। এবার থেকে হোয়াটসঅ্যাপেও স্টেটাস রি-শেয়ার করা যাবে। তবে এই অ্যাপে এতদিন এই সুযোগ ছিল না। এতদিন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র অন্যের স্টেটাস দেখা যেত। সংস্থার ধারনা নতুন এই ফিচারটি ইউজারদের কাছে অ্যাপের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার কাজ করছে। নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা AI ফিল্টার। এই AI ফিল্টারটি স্ন্যাপচ্যাটের ফিল্টারের মতোই কাজ করবে আর ইউজাররা এই ফিল্টারের মজাও নিতে পারবে। ওয়েবিটাইনফো সূত্রে জানানো হয়েছে, এখনও অবধি বিটা ব্যবহারকারীদের একাংশ এই ফিল্টার ব্যবহার করার সুযোগ পেয়েছেন। অর্থাৎ যাঁরা এই সুযোগ পেয়েছেন তাঁরা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে AI ফিল্টার লাগাতে পারবেন। আরও সাথে থাকছে নানা ধরণের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ। এতে রয়েছে ত্বক মসৃণ দেখানোর মতো টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো অপশনও। খুব তাড়াতাড়ি সকলেই পাবেন এই ফিচারের সুবিধা।
আপনাদের জন্য আরো
1.WhatsApp বন্ধ করতে চলেছে ভারতে পরিষেবা ! কি জানাল সংস্থা ?
2.হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার
4.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?