লঞ্চ হয়ে গেল 4 সেকেন্ডে ফোল্ড হওয়া Popcycle foldable bike জানুন ফিচার এবং দাম

ইলেকট্রিক গাড়ি এবং ইলেকট্রিক সাইকেল বর্তমানে ট্রেন্ডিং এ চলছে। পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির জন্য ইলেকট্রিক বাইক ও সাইকেলের প্রচলন অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ফোল্ডিং বাইক ও দেখা যাচ্ছে। হওয়ার জন্য এগুলি পোর্টেবল তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সুবিধাজনক সেই জন্য কোম্পানিগুলিও এই ধরনের বাইক তৈরিতে আগ্রহ প্রকাশ করছে। এই ধরনেরই একটি বাইক হল Popcycle foldable bike যা ফোল্ড করে রাখা যায়। এই বাইকটি মাত্র 4 সেকেন্ডে ফোল্ড করা যেতে পারে। এই বাইকের দাম এবং ফিচারস বিস্তারে নিচে আলোচনা করা হলো।

Popcycle foldable bike এর ফিচারস 

road.cc রিপোর্ট অনুযায়ী এই বাইকটি Popcycle US Inc বানিয়েছে। কিন্তু জানা যাচ্ছে এটি একটি কোরিয়ান কোম্পানি। এই বাইকটির বিশেষ আকর্ষণ হল এটির ডিজাইন খুবই পাতলা এবং স্টাইলিশ। এই বাইকটির ওজন মাত্র 13 কেজি। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে এই বাইকটির প্যাটেল এবং হ্যান্ডেলবার টিও ফোল্ড করা যেতে পারে। বাইক থেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যখন এটিকে ফোল্ড করা হয় তখন এটি সামনের দিকে একটু স্লাইড করে ফোল্ড হয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে যে Popcycle বাইকটি ফোল্ড করতে মাত্র 4 সেকেন্ড সময় লাগে। বাইকটির ফোল্ডিং ডিজাইনটি খুবই স্মার্ট ভাবে বানানো হয়েছে। বাইকটি খুব সহজেই এসেম্বল করা সম্ভব। এটা ছাড়াও বাইকটির হ্যান্ডেল ও সিট অ্যাডজাস্টেবল করা হয়েছে। অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী হাইট কমবেশি করা যাবে। এই বাইকটিতে ১৬ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। বাইকটিতে উইল স্পিড গিয়ার সেটআপ ব্যবহার করা হয়েছে। সাতটি লেভেলের গিয়ার সিস্টেম দেয়া হয়েছে।

Popcycle foldable bike এর দাম এবং উপলব্ধতা

Popcycle বাইকটির দাম 468 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি 38,550 টাকা। এটি Kickstarter ক্যাম্পেইন চলার সময় লঞ্চ করা হয়েছিল যা 2023 এর মে মাসের শেষ পর্যন্ত চলবে। বাইকটির অফিসিয়াল লঞ্চ 2023 এর জুন মাসে হবে বলে নির্ধারিত করা হয়েছে।

আপনার জন্য আরো

1.ইলেকট্রিক গাড়ির বাজারে Mahindra SUV XUV400 মডেলটির ১৫ হাজারেরও বেশি গাড়ি অলরেডি বুকিং হয়ে গেছে

2.Anti Theft  ফিচার যুক্ত Okaya Faast F3 125 কিলোমিটার মাইলের যুক্ত ইলেকট্রিক স্কুটার  জানুন বিস্তারিত

3.2023 সালের 3rd এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5 SE স্মার্টফোনটি

4.মাত্র ১০০০০ হাজার টাকায় সেরা 5 টি ফোন

Leave a Comment