5000mAh এর ব্যাটারি এবং 8MP ক্যামেরার সাথে 7th এপ্রিল লঞ্চ হতে চলেছে Poco C51

7th এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Poco C51। Xiaomi-এর সাব-ব্র্যান্ড সি-সিরিজ স্মার্টফোন Flipkart-এর মাধ্যমে এন্ট্রি নিতে পারে। যদিও খবর লেখার সময় ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে ফেলা হয়। স্ক্রিনশট তালিকা থেকে জানা গেছে যে Poco C51-ফোনটিতে একটি 6.52-ইঞ্চি ডিসপ্লে এবং MediaTek Helio G36 SoC থাকবে। Poco-এর পরবর্তী ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারিও পাওয়া যাবে। Poco C51 একটি রিব্র্যান্ডেড Redmi A2+ হবে বলে আশা করা হচ্ছে।

Fonearena-এর একটি রিপোর্টে, Poco C51-এর বিজ্ঞাপন Flipkart-এ দেখা গিয়েছে। মনে হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে দেওয়া হয়েছে। তালিকার স্ক্রিনশট থেকে ফোনটির লঞ্চের তারিখ এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। এই ফোনটি ভারতে 7th এপ্রিল দুপুর 12 টায় পেশ করা হবে।

Poco C51 এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স :-

তালিকা অনুযায়ী, Poco C51 Android 13 (Go Edition) এ চলবে। এই স্মার্টফোনটিতে 6.52-ইঞ্চি ডিসপ্লে সহ সেলফি ক্যামেরার জন্য একটি হোল পাঞ্চ কাটআউট থাকবে। প্রসেসরের কথা বললে, এই ফোনটি MediaTek Helio G36 SoC দিয়ে সজ্জিত হবে। এই ফোনটিতে 4GB RAM থাকবে, যা 3GB ভার্চুয়াল RAM এর মাধ্যমে 7GB পর্যন্ত বাড়ানো যাবে।

তালিকা থেকে জানা গেছে যে Poco C51-এর রিয়ারে একটি 8-মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটিতে Rear Mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। Poco C51 Redmi A2+ এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে এন্ট্রি করতে পারে, যা গত সপ্তাহে মার্চ মাসে নির্বাচিত বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল।

Redmi A2+ ফোনটিতে একটি 6.52-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 720 x 1600 পিক্সেল এবং আসপেক্ট রেশিও হলো 20:9 এর। এই স্মার্টফোনটি MediaTek Helio G36 SoC দিয়ে সজ্জিত। স্টোরেজ এর কথা বলতে গেলে এই ফোনটিতে 3GB LPDDR4x RAM এবং 32GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে ফোনটির রিয়ারে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 5,000mAh এর ব্যাটারি দিয়ে সজ্জিত।

আপনার জন্য আরো

1.মাত্র ১০ হাজার টাকার মধ্যে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে পাওয়া যাচ্ছে Redmi 12C

2.2023 সালের 3rd এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5 SE স্মার্টফোনটি

3.ভারতে লঞ্চ হল রেডমি-র নতুন ফোন Redmi Note 12 5G

4.50MP ট্রিপল ক্যামেরা, 16GB RAM, 256GB স্টোরেজ সহ OnePlus 11 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে

Leave a Comment