ভারতীয় ওরাল কেয়ার কোম্পানি Perfora একটি নতুন ইলেকট্রিক টুথব্রাশ লঞ্চ করেছে। কোম্পানি এটিকে দেশের প্রথম মেটাল ইলেকট্রিক টুথব্রাশ বলে দাবি করছে। Perfora Truthbrush 2 .0 ইলেকট্রিক টুথব্রাশ অ্যালুমিনিয়াম হ্যান্ডেল যুক্ত এবং এর দাম মার্কেটে বিদ্যমান প্লাষ্টিক টুথব্রাশ এর সমান। কোম্পানি এটাও দাবি করছে মার্কেটে বিদ্যমান সমস্ত ইলেকট্রিক টুথব্রাশ এর তুলনায় তাদের টুথব্রাশটি 70 শতাংশ কম প্লাষ্টিক দিয়ে তৈরী।
Perfora Truthbrush 2 .0 এর দাম 1999 টাকা রাখা হয়েছে। কোম্পানি এর উপর একটি ইন্ট্রোডাক্টরি অফার ও দিচ্ছে যার জন্য চেকআউট করার সময় SAVE500 কুপন কোড ব্যবহার করে 500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন অর্থাৎ মাত্র 1499 টাকায় এই ইলেকট্রিক টুথব্রাশ টি কিনতে পারবেন।
Perfora তাদের নতুন টুথব্রাশ 2 . 0 ইলেকট্রিক টুথব্রাশ এর সাথে আরেকটি সুবিধা দিচ্ছে। আপনি চাইলে আপনার টুথব্রাশ এর উপর আপনার নাম লেখাতে পারেন। এর জন্য প্রোডাক্ট টি কার্ট এ অ্যাড করার আগে প্রোডাক্ট পেজে আপনার নাম সাবমিট করতে হবে। টুথব্রাশ দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে Rose Gold এবং Platinum Silver।
এর প্রতিটি বক্সে দুটি করে ব্রাশ হেড দেয়া হয়েছে একটি একটিভ চারকোল ব্রিসেলস এবং অন্যটি সুপার সফ্ট ব্রিসলস যুক্ত। এছাড়াও কোম্পানি গ্রাহকদের প্রোডাক্ট পছন্দ না হলে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে এবং 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে যাতে আপনার টুথব্রাশ টি যদি কাজকরা বন্ধ করে দেয় তাহলে কোম্পানি একটি নতুন ব্রাশ আপনাকে ফ্রি তে দেবে।
Perfora Truthbrush 2 .0 টুথব্রাশ টিতে আপনি ২ মিনিটের টাইমারও পাবেন যা দুমিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। জল থাকে বাঁচানোর জন্য টুথব্রাশটিতে IPX7 রেটিং দেয়া হয়েছে।
আপনার জন্য আরো
1.30 ঘন্টার ব্যাটারি লাইফ যুক্ত Oppo Enco Air 3 Pro এয়ারবার্ড লঞ্চ জানুন বিস্তারিত
2.Xiaomi 13T Pro Android 13, MediaTek Dimensity 9200+ এর মতো স্পেস সহ Geekbench এ দেখা গেছে!
3.Fire-Bolt ভারতে লঞ্চ করল Destiny স্মার্টওয়াচ জানুন বিস্তারিত
4.6GB RAM, Helio G85, IP54 রেটিং যুক্ত Vivo V27 4G স্মার্টফোনটি জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে