চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oppo তাদের পূর্ববর্তী মডেল Oppo K10x এর সাকসেসর হিসেবে এবছর Oppo k11x লঞ্চ করেছে। ফোনটিতে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ । চীনে এই ফোন দুটি কালারে উপলব্ধ রয়েছে।
Oppo K11x এর স্পেসিফিকেশন
ফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেয়া হয়েছে যার রেজুলেশন 2400X1080 পিক্সেল। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। ফোনটির টাচ সেম্পেলিং রেট 240Hz এবং পিক ব্রাইটনেস 680 নিটস। প্রসেসরের কথা বলতে গেলে কোনটিতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ এর কথা বলতে গেলে ফোনটিতে 12 GB LPDDR4x RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে।
Oppo K11x ফোনটিতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দেয়া হয়েছে। সাথে একটি 2 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে WIFI ,4G ,5G, ডুয়াল ব্যান্ড GPS, ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক এবং Type-C পোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh এর একটি ব্যাটারি দেয়া হয়েছে যা 67w ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির ওজন 165 গ্রাম । সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Oppo K11x এর 8GB+128GB এর দাম মোটামুটি 17500 টাকা, 8GB+256GB মডেলটির দাম 20,200 টাকা এবং 12GB+256 GB মডেলটির দাম 22,000 টাকা।
আপনার জন্য আরো
1.প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে
2.লঞ্চের আগেই লিক হয়ে গেলো Motorola Razr 40 -এর স্পেসিফিকেশন্স, জানুন বিস্তারিত
3.Oppo A1 Vitality Edition: Oppo নিয়ে আসলো 20GB RAM যুক্ত স্মার্টফোন জানুন বিস্তারিত
4.whatsapp নিয়ে আসলো নতুন ফিচার, কেউ দেখতে পারবে না আপনার পার্সোনাল মেসেজ, জানুন বিস্তারিত