পশ্চিমবঙ্গে কোন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে আউটডোর বিভাগে কোন ডাক্তারের কাছে যাওয়ার জন্য একটি OPD টিকিট প্রয়োজন হয়।
স্বাস্থ্য দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এর মাধ্যমে অনলাইন টিকিট বুক করা খুবই সহজ করে দিয়েছে।
ডাক্তার দেখানোর এক সপ্তাহ আগেই এই টিকিট আপনি বুক করতে পারবেন।
এই পোস্টে আপনি অনলাইন OPD টিকিট বুক করা এবং ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে বিস্তারে জানতে পারবেন ।
OPD টিকিট টিকিট বুক করার জন্য প্রয়োজনীয় তথ্য
- হাসপাতালের নাম
- রোগীর নাম
- যেদিন দেখাবেন সেই দিনের তারিখ
- বয়স
- ঠিকানা
- মোবাইল নম্বর
- OPD নির্বাচন
OPD টিকিট বুকিং করার অনলাইন পদ্ধতি
1. সবার আগে কম্পিউটার বা মোবাইলে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এ যান।
2. তারপর OPD Ticket Booking অপশনটিতে ক্লিক করুন।
3. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার মোবাইল নম্বরটি এন্টার করুন।
4. তারপর Verify বোতামটিতে ক্লিক করুন।
5. এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে সেটি নির্দিষ্ট জায়গায় টাইপ করুন এবং SUBMIT বোতামটিতে ক্লিক করুন।
6. তারপর আপনার সঙ্গে কি নতুন পেজ খুলবে সেখানে আপনি যে হাসপাতালে চিকিৎসা করাতে চান সেটা নির্বাচন করতে হবে।
7. এরপর যে তারিখে আপনি ডাক্তার দেখাতে চান সেই তারিখটি নির্বাচন করুন।
8. তারপর রোগীর নাম ঠিকানা বয়স যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
9. এরপর আপনি যে ধরনের OPD টি দেখাতে চান সেটি সিলেক্ট করুন।
10. তারপর ডাক্তারের নাম এবং রুম নম্বর আপনার সামনে দেখাবে এরপর সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন এবং SAVE বোতামটিতে ক্লিক করুন।
11. এরপর আপনার OPD টিকিটটি জেনারেট হয়ে যাবে সেটি প্রিন্ট করবার জন্য প্রিন্ট অপশনটিতে ক্লিক করুন অথবা আপনি টিকিটটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারেন।
12. আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন তখন এই টিকিটটি একটি প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যাবেন সেই হাসপাতালের টিকিট কাউন্টারে সেটি দেখাতে হবে। তাহলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার দরকার পড়বে না।
উপরের পদক্ষেপ গুলি সঠিকভাবে অনুসরণ করে আপনি সহজেই হাসপাতালের OPD টিকিট বুক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে দলিল নম্বর কিভাবে অনুসন্ধান করবেন ?
2.অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন ?