আপনার কাছে যদি পুরনো হাতের লেখা কাস্ট সার্টিফিকেট থাকে আপনি সেটাকে ডিজিটাল নতুন কাস্ট সার্টিফিকেটে পরিবর্তন করতে পারবেন। অনলাইনে খুব সহজেই আপনার পুরনো সার্টিফিকেট স্ক্যান কপি এবং ফটো আপলোড করে আপনি আপনার পুরনো সার্টিফিকেটটি ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করতে পারবেন। কিভাবে আপনারা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারে নিচে আলোচনা করা হলো।
ডিজিটাল সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি
1. প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে castcertificatewb.gov.in লিখে সার্চ করুন।
2. কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি আপনার সামনে খুলে যাবে।
3. এরপর BACKLOG CERTIFICATE নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে মাউসের কার্সার টি নিয়ে গেলে দেখবেন APPLY FOR DIGITIZE CERTIFICATE FOR SC/ST/OBC নামে একটি অপশন রয়েছে তাতে ক্লিক করুন।
4. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার যাবতীয় ডিটেইলস সঠিকভাবে পূরণ করতে হবে।
5. প্রথমে আপনার ম্যানুয়াল কাজ সার্টিফিকেট নম্বরটি লিখতে হবে।
6. তারপর সার্টিফিকেট ইসু ডেট অর্থাৎ যে তারিখে সার্টিফিকেটটাই ইস্যু করা হয়েছিল সেই তারিখটা আপনার সার্টিফিকেট দেখে লিখতে হবে।
7. এরপর সার্টিফিকেট ইস্যুয়িং অথরিটি অর্থাৎ যেখান থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল তার নাম।
8. এরপর আপনার কাস্ট সাবকাস্ট রিলিজিয়ন অর্থাৎ ধর্ম ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে।
9. তারপর আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর ,খাদ্য সাথী নম্বর অর্থাৎ রেশন কার্ড নম্বর ফোন নাম্বার একে একে পূরণ করতে হবে।
10. এরপর আপনার রাজ্য, জেলা, থানা, পোস্ট অফিস, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম এবং পিন কোড লিখতে হবে।
11. তারপর আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটটি 100KB এর মধ্যে স্ক্যান করে JPG ফরমেটে আপলোড করতে হবে।
12. এরপর আপনার একটি কারেন্ট ছবি 50KB সাইজের মধ্যে JPG ফরম্যাটে আপলোড করতে হবে।
13. তারপর আপনাকে ক্যাপচা কোডটি টাইপ করতে হবে এবং SUBMIT বাটনটিতে ক্লিক করতে হবে।
14. এরপর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেলে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে সেটি আপনি প্রিন্ট আউট করে অথবা লিখে রাখতে পারেন পরবর্তীকালে এই নাম্বারটির সাহায্যে স্ট্যাটাস চেক করা যাবে।
স্ট্যাটাস চেক করার জন্য অফিসের ওয়েবসাইটে এসে BACKLOG CERTIFICATE অপশনের মধ্যে CHECK APPLICATION STATUS FOR DIGITIZE CERTIFICATE অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।
আপনার জন্য আরো
1.সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং পদ্ধতি
2.অনলাইনে দলিল নম্বর কিভাবে অনুসন্ধান করবেন ?