OnePlus Nord CE 3 Lite 4th এপ্রিল সন্ধ্যে সাতটার সময় লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি Nord CE 2 এর সাকসেসর হিসেবে লঞ্চ করা হয়েছে । ওয়ান প্লাস তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে একটি ভিডিওর মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছিল। স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পূর্বে এই ফোনটির ফিচার,স্পেসিফিকেশন এবং দামও লিক হয়েছিল। এখানে আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারে আপনাদের জানাবো।
OnePlus Nord CE 3 Lite 5G স্মার্ট ফোনটি ফিচার এবং স্পেসিফিকেশন
ফোনটিতে একটি 6.72 ইঞ্চি 120Hz ডিসপ্লে দেয়া হয়েছে। তবে ওয়ান প্লাস এটা সঠিকভাবে জানাইনি যে ডিসপ্লে প্যানেল হিসাবে কি ব্যবহার করা হয়েছে AMOLED নাকি LCD। এর আগে OnePlus Nord CE 2 স্মার্টফোনটিতে LCD ডিসপ্লে দেয়া হয়েছিল। এইজন্যই এটা মনে হতে পারে যে এই OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটিতেও ওয়ানপ্লাস একই ডিসপ্লে দিতে পারে।
এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 8GB Ram দেয়া হয়েছে এবং একই সঙ্গে 8GB ভার্চুয়াল Ram দেওয়া হয়েছে। তবে ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে ওয়ানপ্লাস কোনরকম তথ্য প্রকাশ করেনি। তবে সম্ভাবনা এটাই যে এই স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যার মেইন সেন্সর টি 108 মেগাপিক্সেল। এই স্মার্টফোনটিতে 5000mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 বেসড Oxygen OS 13.1 এ কাজ করে।
OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটির ভারতে দাম
এই স্মার্টফোনটির দাম স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পূর্বেই লিক হয়ে গিয়েছিল। স্মার্টফোনটি 23,999 টাকা থেকে শুরু হতে পরে পারে। এই ফোনটি ক্রোমাটিক গ্রে এবং প্যাস্টেল লাইম কালারে উপলব্ধ আছে।
আপনার জন্য আরো
1.মাত্র ১০ হাজার টাকার মধ্যে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে পাওয়া যাচ্ছে Redmi 12C
2.2023 সালের 3rd এপ্রিল লঞ্চ হতে চলেছে Realme GT Neo 5 SE স্মার্টফোনটি