চাইনিজ টেক জায়ান্ট OnePlus এই বছরের মার্চ মাসে চীনের বাজারে OnePlus Ace 2V স্মার্টফোনটি লঞ্চ করেছে।এখন OnePlus এই স্মার্টফোনের একটি নতুন স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে এসেছে। OnePlus Ace 2V এর এই নতুন স্টোরেজ ভেরিয়েন্টে 16GB RAM এবং 1TB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এত বেশি স্টোরেজ থাকা সত্ত্বেও এই ফোনটি সাশ্রয়ী। আসুন তাহলে এই স্মার্টফোনটির বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
OnePlus Ace 2V এর ফিচার্স এবং স্পেসিফিকেশন্স
শুধুমাত্র স্টোরেজ অপশন ছাড়া OnePlus Ace 2V এর ফিচার্স স্পেসিফিকেশনে কোনও পরিবর্তন করা হয়নি। OnePlus Ace 2V -তে 6.74 ইঞ্চির 2.5D এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট হলো 120Hz। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 9000 প্রসেসর দিয়ে সজ্জিত। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থন করে। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই স্মার্টফোনটির ব্যাটারি মাত্র 32 মিনিটে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে OnePlus এর এই স্মার্টফোনটির রিয়ারে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভির জন্য ফোনটিতে অনেক অপশন রয়েছে সেগুলি হলো 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, GPS, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, NFC এবং USB Type-C পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই স্মার্টফোনটি Android 13 ভিত্তিক ColorOS 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
OnePlus Ace 2V এর দাম এবং উপলব্ধতা
দামের কথা বললে, OnePlus Ace 2V এর 16GB RAM এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2999 ইউয়ান (প্রায় 35,227 টাকা)। উপলব্ধতা সম্পর্কে কথা বললে, নতুন ভেরিয়েন্টের বিক্রি 31th মে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত OnePlus এই ফোনটির গ্লোবাল উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য দেয়নি। গ্রাহকরা এই ফোনটি কিনলে 200 ইউয়ান (প্রায় 2,349 টাকা) ছাড় পাবেন, যার পরে দাম হবে 2,799 ইউয়ান (প্রায় 32,878 টাকা)। OnePlus Ace 2V -কে প্রাথমিকভাবে 12GB + 256GB, 16GB + 256GB এবং 16GB + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল।
আপনার জন্য আরো
1.শুরু হয়ে গেলো Amazon Great Summer Sale 2023 দাম কমলো OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটির
2.Redmi Note 12R Pro লঞ্চ হয়ে গেল চীনে জানুন স্পেসিফিকেশন ও দাম
3.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G
4.প্রকাশ হলো Vivo Y02T এর স্পেসিফিকেশন্স, 13MP ক্যামেরা এবং 8GB RAM সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে