Anti Theft  ফিচার যুক্ত Okaya Faast F3 125 কিলোমিটার মাইলের যুক্ত ইলেকট্রিক স্কুটার  জানুন বিস্তারিত

Okaya EV ভারতীয় বাজারে Okaya Fast F3  স্কুটারটি লঞ্চ করে দিয়েছে। এটি একটি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ইলেকট্রিক স্কুটার যেটি ১২৫ কিলোমিটার মাইলেজ যুক্ত। এন্টিথেফ্ট ফিচার এর জন্য স্কুটারটি চুরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আপনি যদি ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন অবশ্যই পোস্টটি পড়ুন আমরা এখানে এই স্কুটারটি সম্পর্কে বিস্তারে আলোচনা করেছি।

Okaya Faast F3 রেঞ্জ এবং পাওয়ার

Okaya Faast F3 স্কুটারটি একবার ফুল চার্জ করলেই 125 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। গাড়িটি সর্বোচ্চ স্পিড 70Km। স্কুটার টিতে একটি 1200W এর মোটর ব্যবহার করা হয়েছে যা 2500W পাওয়ার তৈরি করতে সক্ষম। এই মোটরটিকে পাওয়ার দেওয়ার জন্য Li-ion LFP 3.5 kWh ডুয়াল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারিটি ফুল চার্জ করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে। কোম্পানি এই স্কুটারটির মোটর এবং ব্যাটারির উপর 3 বছরের গ্যারান্টি দেয়।

Okaya Faast F3 স্কুটারটিতে রিবট মোড, রিজেনারেটিভ ব্রেকিং এবং পার্কিং মোড দেয়া হয়েছে। এছাড়াও স্কুটার টি তে টেলিস্কোপিক ফ্রন্ট এক্সপেনশন এবং সামনে হাইড্রোলিক স্প্রিং শখ অ্যাবজভার দেওয়া হয়েছে। এছাড়াও আপনি এই স্কুটার টিতে পেয়ে যাবেন তিনটি মোড ইকো মোড সিটি মোড এবং স্পোর্টস মোড। স্কুটারটিতে একটি ইউনিক লক ফিচার দেওয়া হয়েছে, যার জন্য চুরির সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এই ফিচারটির জন্য কেউ যদি স্কুটারটিকে চুরি করবার চেষ্টা করে সে ক্ষেত্রে কেউ ধাক্কা দিলে গাড়িটি চাকা লক হয়ে যায় তাই চুরি করা একটু মুশকিল হয়ে পড়ে।

Okaya Electric কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আনশুল গুপ্তা বলেছেন যে, Faast F3 একটি দমদার ইলেকট্রিক টু হুইলার যেটি ভারতে হাই কোয়ালিটি এবং ভরসাযোগ্য ইলেকট্রিক গাড়ির ডিমান্ড পুরো করার জন্য লঞ্চ করা হয়েছে। যা স্কুটার ব্যবহারকারীদের একটি আরামদায়ক এবং সুরক্ষিত রাইডের জন্য ডিজাইন করা হয়েছে। স্কুটারটিতে অত্যাধুনিক টেকনোলজি এবং ফিচারস ব্যবহার করা হয়েছে। ইলেকট্রিক স্কুটার এর বাজারে Faast F3 একটি গেম চেঞ্জার স্কুটার হবে বলে আমার বিশ্বাস।

স্কুটারটির দাম

Okaya Faast F3 একটি দাম 99,999টাকা। এই স্কুটারটি Metalic Black, Metallic Cyan,Matte Green, Metalic Grey,Metallic Silver এবং Metallic White কালারে উপলব্ধ রয়েছে।

আপনার জন্য আরো

1.5000mAh এর ব্যাটারির সাথে Tecno কোম্পানির আরেকটি ফোন Pop 7 Pro খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

2.Fitshot Aster লঞ্চ করে দিয়েছি একটি নতুন স্মার্ট ওয়াচ নতুন স্মার্ট ফোন কেনার আগে অবশ্যই ফিচারগুলো একবার দেখে নিন

3.OLa Electric বাইক লঞ্চ করতে চলেছে যা একবার ফুলচার্জ দিলে চলবে 174km, যার দাম শুরু হচ্ছে মাত্র 85 হাজার টাকা থেকে

4.50MP ট্রিপল ক্যামেরা, 16GB RAM, 256GB স্টোরেজ সহ OnePlus 11 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে

Leave a Comment