Nokia কোম্পানি Nokia 2660 ফ্লিপ ফোন লঞ্চ করল । ফোনের কালার ভেরিয়েন্ট খুবই আকর্ষক একটি লস গ্রীন এবং অপরটি পপ pink। এটি একটি 4G ফোন যাতে ডুয়াল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোন 2.8 ইঞ্চির কি প্রাইমারি স্ক্রিন ব্যবহার করা হয়েছে। প্রসেসরের কথা বলতে গেলে ফোনটিতে Unisoc T107 চিপসেট দেয়া হয়েছে। এছাড়া ফোনটিতে ব্লুটুথ 4.2 দেওয়া হয়েছে। একইসঙ্গে FM রেডিও,MP3 প্লেয়ার দেয়া হয়েছে। আসুন ফোনটি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক
Nokia 2660 স্পেসিফিকেশন
ফোনটির মেইন আকর্ষণ ফোনটিতে ডুয়াল ডিসপ্লে দেয়া হয়েছে। মেন স্কিন সাইজ 2.8 ইঞ্চি এবং সেকেন্ডারি স্ক্রিন সাইজ 1.77 ইঞ্চি। যারা ছোট ফোন ভালোবাসে তাদের জন্য এটি আদর্শ হতে পারে। ফোনটিতে আপনি 5G কানেক্টিভিটি পাবেন না। তবে ব্লুটুথ 4.2 দেয়া হয়েছে।
মনোরঞ্জনের জন্য এই স্মার্টফোনটিতে mp3 প্লেয়ার ওয়ারলেস এফএম রেডিও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 1480mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং এর জন্য মাইক্রো ইউএসবি পোর্ট দেয়া হয়েছে কোন রকম টাইপ সি চার্জার দেয়া হয়নি। ফোনটিতে নামমাত্র একটি 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। সঙ্গে একটি LED ফ্লাসলাইটও দেওয়া হয়েছে। ইমারজেন্সি জন্য একটি বোতাম দেওয়া হয়েছে যাতে আপনি পাঁচটি কন্টাক্ট ইমারজেন্সির জন্য সেভ করে রাখতে পারবেন। NOKIA 2660 FLIP ফোনটি আগে থেকেই বিভিন্ন মার্কেটে উপলব্ধ রয়েছে। কোম্পানি এখন এই ফোনটি লঞ্চ করেছে।
Nokia 2660 এর দাম
এই স্মার্টফোনটি ইউরোপে 79.90 ইউরো অর্থাৎ মোটামুটি ৭ হাজার টাকায় লঞ্চ করা হয়েছে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও অন্যান্য ওয়েবসাইট এবং অফলাইন স্টোরেও ফোনটি পাওয়া যাবে।
আপনার জন্য আরো
1.Realme GT Neo 6 স্পেসিফিকেশন প্রকাশ্যে এলো জানুন বিস্তারিত
2.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 44W ফাস্ট চার্জিং সহ লঞ্চহলো Vivo Y36
3.WhatsApp New feature এখন থেকে অন্য ব্যবহারকারীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন জানুন বিস্তারিত