Noise কোম্পানি ভারত একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে যার নাম Noise ColourFit Icon 3। এই স্মার্ট ওয়াচ টি Noise ColourFit Icon 2 এর সাকসেসার হিসেবে মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট ওয়াচ টিতে একটি স্কোয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে আমরা আপনাকে বলব যে এই স্মার্টওয়াচটিতে স্পেশাল কি কি রয়েছে।
Noise ColourFit Icon 3 স্মার্টওয়াচটির ফিচার এবং স্পেসিফিকেশন
এই স্মার্ট ওয়াচটিতে একটি 1.91 ইঞ্চির বড় স্কয়ার ডাইল ডিসপ্লে দেয়া হয়েছে যা রেজুলেশন 240 x 296 পিক্সেল এবং পিক ব্রাইটনেস 500 নিটস। ওয়াচ টিকে একটি ফাংশনাল ক্রাউন বটন এবং মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে। স্মার্ট ওয়াচটি IP67 সার্টিফায়েড ওয়াটার রেজিস্টেন্ট ।
ফিটনেস এর কথা বলতে গেলে এই স্মার্টওয়াচটিতে হার্ট রেট সেন্সর, স্লিপ ট্রাকিং, স্ট্রেস ট্রাকিং,SpO2 মনিটর, এবং বিভিন্ন এক্সারসাইজ ট্র্যাকিং করবার জন্য ফিচার দেয়া হয়েছে। স্পোর্টস লাভারদের জন্য এই ঘড়িটিতে ১০০ টি স্পোর্টস মোড দেয়া হয়েছে।
Noise ColourFit Icon 3 স্মার্ট ওয়াচ টিতে ব্লুটুথ কলিং এর জন্য ইনবিল্ড স্পিকার এবং মাইক্রোফোন দেয়া হয়েছে। এই ওয়াচটি google assistant এবং Siri সাপোর্ট করে। এছাড়াও স্মার্ট ওয়াচ টি তে ইনবিল্ড গেম,ক্যামেরা, মিউজিক কন্ট্রোলার, কিউআর কোড স্ক্যানার দেয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপ এর জন্য এই ঘড়িটিতে 240mAh এর ব্যাটারি দেয়া হয়েছে। ঘড়িটি একবার চার্জ করলে সাত দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
Noise ColourFit Icon 3 দাম এবং উপলব্ধতা
এই স্মার্টওয়াশটির দাম 2499 টাকা। এই স্মার্ট ওয়াচ টি Matte Gold, Rose Mauve, Space Blue, midnight gold, calm blue এবং Jet Black কালারে উপলব্ধ রয়েছে। এই স্মার্ট ওয়াচ টি Noise কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
আপনার জন্য আরো
1.মাত্র 1799 টাকায় লঞ্চ হল Boltt Phoenix Proস্মার্টওয়াচ
2.লঞ্চ হয়ে গেল 4 সেকেন্ডে ফোল্ড হওয়া Popcycle foldable bike জানুন ফিচার এবং দাম
3.20000 হাজার টাকার মধ্যে সেরা 5 টি স্মার্টফোন
4.বাড়িতে সিনেমা হলের মজা নিন Acer W Series এর OLED 4k Smart TV এর সঙ্গে