Noise ভারতে তাদের নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করেছে। যার নাম হলো Noise Colorfit Ultra 3 যা আগের Noise Colorfit Ultra 2-এর উত্তরসূরি। এই স্মার্টওয়াচটিতে Apple Watch -এর মতো ডিজাইন দেওয়া হয়েছে। এতে একটি 1.96 ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে। স্ট্র্যাপের জন্য কোম্পানি তিনটি অপশন দিয়েছে।এর স্ট্র্যাপগুলি মেটাল, লেদার ও সিলিকনের বিকল্পে কেনা যাবে। এছাড়াও এই স্মার্টওয়াচটিতে আরও অনেক আকর্ষণীয় ফিচার্স রয়েছে।
স্মার্টওয়াচটির দাম এবং স্পেসিফিকেশন্স সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের এই পোস্টটি পড়ুন।
Noise Colorfit Ultra 3 এর স্পেসিফিকেশন্স :-
Noise Colorfit Ultra 3 -স্মার্টফোনটিতে 1.96 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা একটি অলওয়েজ অন ডিসপ্লে। কোম্পানি স্ট্র্যাপের জন্য ফোনটিতে তিনটি
অপশন দিয়েছে সেগুলি হলো মেটাল, লেদার ও সিলিকন। স্মার্টওয়াচটির ডান দিকে একটি ক্রাউন বাটন দেওয়া হয়েছে যার সাহায্যে এটি নেভিগেট করা যাবে। ওয়াচটি
সিঙ্গেল ট্যাবে অন করা যাবে।
Noise Colorfit Ultra 3 -তে অনেক ধরণের হেলথ মনিটরিং ফিচার্সও দেওয়া হয়েছে। এতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মাসিক চক্র ট্র্যাকারের মতো ফিচার্সও রয়েছে। এছাড়াও স্লিপ মনিটরিং অপশনও রয়েছে। ওয়াচটিতে 100 টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এটিতে একটি বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন রয়েছে যার সাহায্যে এতে ভালো কনেক্টিভিটি পাওয়া যাবে। ওয়াচটি Bluetooth কলিং সাপোর্ট করে। ডিভাইসটি 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সরবরাহ করবে বলে জানা গেছে।
Noise Colorfit Ultra 3 -এর দাম :-
ভারতে Noise Colorfit Ultra 3 এর দাম প্রায় 4,499 টাকা। এই স্মার্টওয়াচটি মেটালিক ফিনিশ সহ আসে। জেট ব্ল্যাক, টিল ব্লু, ক্লাসিক ব্ল্যাক, ক্লাসিক ট্যান ব্রাউন, ক্লাসিক ডার্ক ব্রাউন, ব্ল্যাক এলিট এডিশন, সিলভার এলিট এডিশনের মতো কালারে স্মার্টওয়াচটি কেনা যাবে। আপনি এটি মে মাসের 2 তারিখ থেকে Amazon বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
আপনার জন্য আরো
1.মাত্র 2499 টাকায় Noise ColourFit Icon 3 লঞ্চ হলো জানুন ফিচার এবং স্পেসিফিকেশন
2.মাত্র 1799 টাকায় লঞ্চ হল Boltt Phoenix Proস্মার্টওয়াচ
3.3499 টাকায় পাওয়া যাচ্ছে Bluetooth কলিং এর সাথে রোলেক্সের মতো দেখতে একটি স্মার্টওয়াচ