মার্কেটে চলে এলো 64MP ক্যামেরা বিশিষ্ট নতুন রিয়েলমি ফোন, ৩০ মিনিটের মধ্যেই ১০০% চার্জ

রিয়েলমির GT সিরিজে অ্যাড হলো আরেকটি নতুন স্মার্টফোন, যেই ফোনটির নাম হলো Realme GT Neo 3T। Realme ইউজাররা ডাইমেনসিটি 8100 চিপসেট এবং Sony imx 766 ক্যামেরার Realme GT Neo 3 ফোনটি বেশ পছন্দ করেছিল। এবার মার্কেটে চলে এলো Realme GT Neo 3T স্মার্টফোন, এই স্মার্টফোনটিতে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেটের সাথে রয়েছে আরও অনেক অসাধারণ ফিচার। চলুন তাহলে এই নতুন স্মার্টফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিসপ্লে এবং ডিজাইন

Realme GT Neo 3T ফোনটিতে প্লাস্টিক কেসিং ব্যবহার করা হয়েছে। ফোনের বামদিকের কর্নারে রয়েছে ক্যামেরা মডিউল। এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটা Realme GT Neo 3 ফোনটির মতো। এই ফোনটির ওয়েট হলো ১৯৫ গ্রাম। এখানে কোনো ধরণের আইপি রেটিং থাকছে না।

অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটির 6.62 inch অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রেজ্যুলেশন হলো Full HD+। এছাড়াও এই বড় ডিসপ্লেতে আপনার গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও অসাধারণ করার জন্য রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টিরিও স্পিকার।

ক্যামেরা

Realme GT Neo 3T ফোনটিতে রয়েছে 64MP মেইন ক্যামেরা, 8MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP  ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও ফ্রন্টে রয়েছে 16MP সেলফি ক্যামেরা। ফোনের রিয়ার ক্যামেরা দ্বারা 60 fps 4k ভিডিও রেকর্ডিং সহ ইলেকট্রিক স্ট্যাবিলাইজেশন এরও সুবিধা পেয়ে যাবেন।

ব্যাটারি

Realme GT Neo 3T ফোনটিতে 5000mah এর ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে 80wt এর ফার্স্ট চার্জার রয়েছে, যার দ্বারা 30 মিনিটের মধ্যে Full চার্জ হয়ে যাবে। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই আপনি আপনার ফোনটি সম্পূর্ণ ভাবে চার্জ করে নিতে পারবে। .

পারফরম্যান্স

Realme GT Neo 3T তে রয়েছে মিড-রেঞ্জ প্রসেসর, স্ন্যাপড্রাগন 870 ইউজ করা হয়েছে। মিড-রেঞ্জ বাজেটের মধ্যে এই চিপসেটটি ভালো মানের প্রসেসিং প্রদান করতে পারে। এই স্ন্যাপড্রাগন 870 হলো মূলত স্ন্যাপড্রাগন 865 এর ওভারক্লক ভার্সন মাত্র, যেটা কিনা ফ্ল্যাগশিপ প্রসেসর না হলেও প্রায় একই রকমের পারফরম্যান্স প্রদান করতে পারে।

এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক রিয়েলমি UI 3 রয়েছে। অন্নান্য রিয়েলমি ফোন গুলির মতো এই ফোনটিতেও প্রায় অনেক ধরণের প্রি-ইন্সটল্ড App রয়েছে। তবে UI এর দিক দিয়ে MIUI এর চেয়ে অনেক ক্লিন রিয়েলমি। এই ফোনটি আপনারা তিনটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেগুলি হলো – 6GB RAM এবং 128GB স্টোরেজ, 8GB RAM এবং 128GB স্টোরেজ, আর 8GB RAM এবং 256GB স্টোরেজ।

রেঞ্চ এবং কালার

এই Realme GT Neo 3T ফোনটি ৩ টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে তাই এর রেঞ্চ গুলোও আলাদা আলাদা হবে। 6GB RAM এবং 128GB স্টোরেজ ফোনটির দাম হলো 29,999 টাকা, 8GB RAM এবং 128GB স্টোরেজ ফোনটির দাম হলো 31,999 টাকা, আর 8GB RAM এবং 256GB স্টোরেজ এর Max ভ্যারিয়েন্টের দাম হলো 33,999 টাকা। এই ফোনটি তিনটি কালার শেডে পাওয়া যাবে সেগুলি হলো – ড্যাশ ইয়েলো, ড্রিফটিং হোয়াইট ও শেড ব্ল্যাক।

আপনার জন্য আরো

1.Xiaomi T-Series এর দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে

2.ভারতে লঞ্চ হল Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate 

3.ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Ultra

4.ভারতে আসতে চলেছে Motorola Edge 30 Fusion

Leave a Comment