আধার কার্ড ডাউনলোড করবার ক্ষেত্রে একটি নতুন নিয়ম চালু হয়েছে আপনি যদি এনরোলমেন্ট নাম্বারের সাহায্যে আধার কার্ড ডাউনলোড করতে যান সে ক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে বিস্তারে আলোচনা করা হলো।
Enrollment number এর সাহায্যে আধার কার্ড ডাউনলোড করার পদ্ধতি
1. প্রথমে আপনাকে myAadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে myaadhaar.uidai.gov.in যেতে হবে।
2. সেখানে আপনি Download Aadhaar নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করুন।
3. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
4. সেখানে দেখবেন তিনটি অপশন রয়েছে তার মধ্যে দ্বিতীয় অপশন Enrolment ID Number সিলেক্ট করতে হবে।
5. তারপর আপনার সামনে কিছু অপশন দেখাবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে।
6. প্রথমে আপনাকে ১৪ ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটি লিখতে হবে।
7. তারপর EID Date অর্থাৎ যে তারিখে এনরোলমেন্ট হয়েছে সেই তারিখটা এনরোলমেন্ট যে রিসিপ্টটা রয়েছে সেখান থেকে দেখে লিখতে হবে।
8. এরপর EID Time অর্থাৎ এনরোলমেন্ট রিসিপ্ট এ যে টাইমটা দেওয়া আছে সেটা লিখতে হবে।
9. তারপর ক্যাপচা কোডটি টাইপ করতে হবে এবং Send OTP ট্যাব টিতে ক্লিক করতে হবে।
10. এরপর আপনি যদি masked Aadhaar ডাউনলোড করতে চান সেক্ষেত্রে চেকবক্সে টিক দিন।
11. তারপর আপনার রেজিস্টার মোবাইলে যে OTP আসবে সেটা এন্টার করুন।
12. এরপর আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেলে সেটি ওপেন করলে দেখবেন একটি পাসওয়ার্ড চাইছে সেখানে আপনার নামের প্রথম চার অক্ষর ক্যাপিটাল লেটার লিখতে হবে এবং আপনার জন্ম সালটি লিখে OK বাটনটিতে ক্লিক করতে হবে তাহলে আপনার আধার কার্ড টি ওপেন হয়ে যাবে।
এইভাবে খুব সহজেই আপনারা এনরলমেন্ট আইডির সাহায্যে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে কিভাবে আধার বায়োমেট্রিক Lock এবং Unlock করবেন ?
2.অনলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?
3.অনলাইনে কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার করবেন ?