ইউটিউব খুব বড় একটি প্ল্যাটফর্ম, যেখানে আজকাল কনটেন্ট বানিয়ে মানুষ লাখ লাখ টাকা আয় করে।
ইউটিউবে বিভিন্ন ধরণের নতুন নতুন ফিচার আসতেই থাকে। প্রায় প্রায় বদলে যায় নিয়ম। প্রতিদিনই পলিসি আপডেট হতে থাকে।
ইউটিউব থেকে আপনিও যদি টাকা রোজগার করতে চান, তাহলে আপনিও করতে পারবেন। কী কী জিনিস মাথায় রাখতে হবে জানেন ? জেনে নিন-
আপনার চ্যানেলে যখন ১০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে, আপনি তখন ইউটিউব থেকে কাস্টম URL ফিচার পাবেন।
তারপর যখন আপনার চ্যানেলে ৫০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনি পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব ফিচার।
এরপর আপনি পাবেন ভিডিও প্রিমিয়াম ফিচার। এর সাহায্যে আপনার রেকর্ডেড কনটেন্ট দেখতে লাগবে একদম লাইভ স্ট্রিমিংয়ের মতো।
সবার মনে একটায় প্রশ্ন থাকে, মানিটাইজেশন নিয়ে। আপনার চ্যানেল থেকে কখন আয় হবে আপনি জানেন ?
আপনার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার সংখ্যা ৫০০ কভার করবে, তখনই আপনি পেয়ে যাবেন মানিটাইজেশন ফিচার। এই ফিচারের মধ্যেই আপনি পেয়ে যাবেন আরও দুটি সুবিধা। ওয়াচ পেজ অ্যাড এবং শর্টস ফিড অ্যাড।
তবে একটা কথা বলে রাখা ভাল যে, ৫০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করলেই যে টাকা আসবে, এমন কিন্তু নয়। টাকা আসে একমাত্র বিজ্ঞাপনের মাধ্যমেই।
যদি আপনার চ্যানেল ৪০০০ ঘণ্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার এর টার্গেট পূরণ করে, তাহলে গুগল অ্যাড সেন্স পার্টনার প্রোগ্রাম আপনার চ্যানেলে বিজ্ঞাপন চলার অনুমতি দেবে। প্রতি বিজ্ঞাপনের জন্য আপনি আয় করবেন।
YouTube-এ আরও অর্থ উপার্জন করার কিছু টিপস: ১. দর্শকদের আকর্ষণ করে এমন উচ্চ মানের ভিডিও তৈরি করতে হবে। ২. SEO-র জন্য নিজের ভিডিও অপ্টিমাইজ করতে হবে। ৩. সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও প্রচার করতে হবে। ৪. অন্যান্য YouTuber-এর সঙ্গে কোল্যাবোরেট করতে হবে। ৫. ভিউয়ারদের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে।
আপনাদের জন্য আরো
1.JioBharat-এর দিওয়ালি ধামাকা অফার, ৬৯৯ টাকায় পাওয়া যাচ্ছে JioBharat 4G ফোন ! জেনে নিন
2.Amazon দিচ্ছে দিওয়ালিতে দুর্দান্ত ছাড় ! উৎসবের মরশুমে সস্তায় ৫জি ফোন
3.UPI ফ্রডে এইসব টেকনিক ব্যবহার করে প্রতারকরা ! জানুন সাবধানতার উপায়
4.পরিষেবায় বিরাট চমক দিয়ে Myntra, Ajio-কে পিছনে ফেলল Blinkit ! ব্যাপারটা কী ?