আর কিছু দিন পর থেকে শুরু হবে বর্ষা। এই বর্ষার মরশুমে জলের হাত থেকে স্মার্টফোনকে রক্ষা করা খুব চাপের বিষয়। বর্ষায় বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে স্মার্টফোনে জল ঢুকে যাওয়ার সম্ভবনা থাকে। যার ফলে নষ্ট হয়ে যেতে পারে স্মার্টফোন।
স্মার্টফোন ভিজে গেলে, নষ্ট হওয়ার সম্ভবনা বেশি থাকে কারণ স্মার্টফোনের যন্ত্র গুলো খুবই সংবেদনশীল হয়। সেই জন্য সেগুলিতে একবার জল ঢুকলে আর কাজ করে না। তারপর ব্যক্তিরা সেই স্মার্টফোন সারানোর জন্য অনেক টাকা খরচ করে, কারণ স্মার্টফোনের যন্ত্র গুলো খুবই দামি হয়।
ফোনে যাতে জল না ঢোকে তার দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু, সবার মনেই প্রশ্ন আসে কিভাবে খেয়াল রাখা উচিত ? আমরা আজ এই প্রশ্নের উত্তর জানাবো। এমন উপায় বলছি, যার মাধ্যমে যে-কোনো ব্যক্তি তার নিজের স্মার্টফোনকে ওয়াটার প্রুফ করে নিতে পারবে।
১. ওয়াটার প্রুফ কেস – বর্তমানে বাজারে পাওয়া যায় ওয়াটার প্রুফিং কেস। যায় প্রুফিং কেস ব্যবহার করার ফলে যে কেউ তার স্মার্টফোনে জল ঢোকা বন্ধ করতে পারে। এই কেস গুলো ডাস্ট প্রুফ এবং শক প্রুফ হয়ে থাকে। যার ফলে ফোন পড়ে গেলেও একদম ঠিকঠাক থাকে। এছাড়াও এটি সম্পূর্ণ বডিকেও সুরক্ষিত রাখে।
এই কেস গুলো স্মার্টফোনকে এমনভাবে সিল করে রেখে দেয়, যাতে এক ফোঁটা জলও স্মার্টফোনের মধ্যে যেতে না পারে। এটি ব্যবহার করলে স্মার্টফোন সম্পূর্ণভাবে সেভ থাকে। প্রতিটি স্মার্টফোনের আকার বিভিন্ন ধরণের হয়ে থাকে। তাই এই কেস গুলোও বিভিন্ন স্মার্টফোনের জন্য বিভিন্ন আকারের হয়ে থাকে। ব্যবহারকারীরা ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন থেকে এই কেস গুলো কিনতে পারেন।
২. ওয়াটার প্রুফ পাউচ – স্মার্টফোনের ভেতরে জল যাতে না ঢোকে তার জন্য দ্বিতীয় কার্যকরী সমাধান হল ওয়াটার প্রুফ পাউচ। এটি ব্যবহার করা অতি সহজ। এটি ব্যবহার করার জন্য যা করতে হবে তা হল, নিজেদের স্মার্টফোনটি এই পাউচে রাখতে হবে এবং উপর থেকে এটি বন্ধ করে দিতে হবে।
এই পাউচ গুলো বেশ পরিষ্কার হয়, তাই ফোন দেখার সময় কোনো রকম সমস্যা হয় না। যদি কেউ চাই তাহলে তাদের ফোন এই পাউচে রেখে জলের নিচে ফটোও তুলতে পারবে। এই পাউচে একটি স্ট্র্যাপ রয়েছে, যার ফলে এটি ঝুলিয়েও রাখা যায়। এর ফলে নিজের ফোন ধরে রাখার প্রয়োজন পড়ে না।
আপনাদের জন্য আরো
1.Sim card রিচার্জ -এর নতুন নিয়ম আনছে TRAI ! দীর্ঘদিন সিম কার্ড রিচার্জ না করলেও দিতে হবে চার্জ
2.Google -এর কাছে মানুষ সব থেকে বেশি কি জানতে চায় জানেন কি ? তাহলে জেনে নিন সেই প্রশ্নোত্তর
3.WhatsApp -এ আবার নতুন চমক ! WhatsApp ব্যবহারকারীরা পাবেন নতুন এই ফিচারের সুবিধা
4.Google এবার মুছে দেবে লোকেশনের সব হিস্ট্রি ! এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ?