ফোন চার্জে দেওয়ার সময় অনেকেই অনেক কিছু ভুল করে ফেলে, আর এই ভুলের জন্য অনেক সময় চার্জারে আগুন লাগার সম্ভবনা বেড়ে যায়। আর যদি সেই সময় ফোন চার্জে দেওয়া থাকে তাহলে ফোনের বড়ো ক্ষতি হতে পারে। চার্জে বসানোর আগে আপনার যেন কোনো ভুল না হয় তার জন্য আপনাকে কতগুলি টিপস দেওয়া হলো।
ফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমরা ফোন ব্যবহার করি। ফোন চার্জে দেওয়ার সময় অনেকেই অনেক কিছু বিষয় ভুল করে থাকে, এই ভুলের জন্যই চার্জারে আগুন লাগার সম্ভবনা থাকে। আর ফোনেরও বড়ো ক্ষতি হতে পারে। চার্জারে যাতে আগুন না লাগে তার জন্য আপনাকে কত গুলো বেস্ট টিপস দেওয়া হবে।
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে সবসময় ভালো কোম্পানির চার্জার ব্যবহার করুন। কোনো অচেনা কোম্পানি বা সস্তার কোনো চার্জার ব্যবহার না করে ভালো। এই চার্জার গুলোতে চার্জ যেমন কম হয়, তেমনি একটু চার্জে দেওয়ার পর চার্জার অনেক গরম হয়ে যায়। তাই আপনি যে ফোন ব্যবহার করেন, চেষ্টা করবেন সেই ফোনের চার্জার ব্যবহার করার। এর ফলে ফোন কোনো ক্ষতি হবে না।
চার্জারে চার্জ দেওয়ার সময় যদি কোনো রকম প্রব্লেম হয় যেমন- প্লাগে ফাটল বা আলগা কানেকশন বা তারে কোনো রকম চির এই ধরণের কোনো কিছু দেখলে আগে তা ঠিক করুন তারপরে তা ব্যবহার করুন। তা না হলে চার্জার গরম হয়ে গিয়ে আগুন লেগে যেতে পারে।
আপনি যখন ফোন চার্জে দেন তখন ফোনটি পুরোপুরি চার্জ হয়ে গেলে, ফোনটিকে চার্জার থেকে আলাদা করে রাখুন। অনেক কেউ অনেক সময় ফোন চার্জ হয়ে গেলেও চার্জারটিকে প্লাগ থেকে আলাদা করে না। আপনিও যদি এমনটা করে থাকেন তাহলে আজই বন্ধ করুন। ফোনের চার্জ 100% হয়ে গেলে চার্জার প্লাগ থেকে খুলে রাখুন। এতে আপনার ফোন ভালো থাকবে কোনো ক্ষতি হবে না l আপনি যদি এই সব টিপস গুলো মেনে চলেন, তাহলে আপনার ফোন ও চার্জার দুটোই দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে।
আপনাদের জন্য আরো
1.Phone hit হয়ে যাচ্ছে গরমে ? জেনে নিন কিছু টিপস
2.Phone number ডিলিট হয়ে গেলেও ফিরে পাবেন ! জেনে নিন উপায়
3.Wrong call করলেই হবে জেল ! সরকারের নতুন নিয়ম লোক ঠকানো বন্ধ করতে
4.স্বাস্থ্য সাথী কার্ড ব্যালান্স চেক করার অনলাইন পদ্ধতি 2024