Meta AI হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুকে মুশকিল আসান করতে এসে গেছে ! কি কি সুবিধা পাওয়া যাবে ?

মেটা নিজের পরিচয় দিচ্ছে নিজেস্ব চ্যাটবটে। যার নাম Meta AI। হোয়াটস্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্ৰামে সব জায়গায় এই পরিষেবাটি পাওয়া যাবে। গোটা বিশ্ব জুড়ে মেটার একটি বড় অংশই ভারতের। মেটা অনেক দিন ধরেই চিন্তা-ভাবনা করছিল ব্যবহারকারীদের জন্য আরও নতুন কিছু সুবিধা নিয়ে আসার। গত কয়েক মাস ধরেই ভারতে এই সুবিধা আনার পরীক্ষা করছিল মেটা। অবশেষে চালু হয়েই গেলো এই পরিষেবা।

যেসব ব্যবহারকারীদের Meta AI আপডেট হয়ে যাবে, সেইসব ব্যবহারকারীরাই একটা নীল-বেগুনি সার্কেল দেখতে পাবেন। সেটা যেখানেই হোক না কেন ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে। কিন্তু এই প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি, তাই এই আপডেটটি এখনো অনেকেই পাইনি। সেই জন্য আপাতত এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।

Meta AI আপনাকে কি সাহায্য করবে

ধরুন আপনার ফেসবুক পেজে এমন কিছু একটা পেলেন যেটা অনেক বেশি কৌতূহল হাস্যকর জনক। এই হাস্যকর জনক বিষয়টির সম্পর্কে আপনি আরও তথ্য জানতে পারেন Meta AI থেকে। সাথে সাথে আপনার কাছে এ বিষয়ে তথ্য চলে আসবে। হোয়াটসঅ্যাপে মেটাকে ট্যাগ করেও কোনও প্রয়োজনীয় তথ্যও জানতে পারেন। এছাড়াও আর একটা জিনিস Meta AI -তে সার্চ করেও চ্যাটবটের সাথে কথাও বলা যায়। আপনার পছন্দ মতো ছবিও চ্যাটবট আপনাকে সরবরাহ করবে।

Meta AI যদি ব্যবহার করতে না চান

আপনি যদি Meta AI ব্যবহার করতে না চান, তাহলেও কোনও ব্যাপার না। Meta আপনাকে জোর করে ব্যবহার করতে বাধ্য করবে না। এমনকি যদি আপনি কোনো জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে AI বাটন দেখতে না চান, তাহলেও কোনও সমস্যা নেই। শুধু সেটিংসে গিয়ে ডিজাবল করে দিতে হবে । হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেটিংসে গিয়ে ‘চ্যাটস’, সেখান থেকে ‘শো মেটা আই বাটন’ -এ গিয়ে সুইচটিকে অফ করে পজিশনে পাঠিয়ে দিতে হবে। ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকে সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি’, তার পর ‘ইওর প্রাইভেসি কন্ট্রোলস’ -এ যেতে হবে। এরপর ‘ম্যানেজ ইওর এআই সেটিংস’ -এ গিয়ে ঠিক একই ভাবে সুইচটি অফ পজিশন করে দিতে হবে। ঠিক একই ভাবে ইনস্টাগ্রামে সেটিংস থেকে ‘প্রাইভেসি’, তার পর সেখান থেকে ‘এআই ফিচার্স’ -এ যেতে হবে। তার পর সুইচটিকে অফ পজিশন করে দিতে হবে।

আপনাদের জন্য আরো

1.সিম সোয়াইপ স্ক্যাম থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন ! জেনে নিন

2.একটা Charger থেকে ল্যাপটপ ও মোবাইল সব চার্জ দেওয়া যাবে ! কেন্দ্র আনছে নয়া নিয়ম

3.Mobile নেটওয়ার্ক-এর সমস্যা ? সহজেই মুক্তি পাওয়ার উপায় জেনে নিন

4.Phone বন্ধ হয়ে যেতে পারে KYC আপডেট না করলে ! প্রতারকদের নির্দেশ মেনে ৯ টিপলেই সর্বনাশ

Leave a Comment