লঞ্চ হলো NoiseFit Vortex স্মার্টওয়াচ 1.46Inch AMOLED ডিসপ্লে সহ, জেনে নিন ফিচার্স এবং প্রাইস

স্মার্টওয়াচ মার্কেটের বড়ো কোম্পানির মধ্যে উপস্থিত NoiseFit তার Vortex স্মার্টওয়াচটি ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টওয়াচটিতে 1.46-ইঞ্চির ডিসপ্লে এবং Bluetooth কলিং সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচটিতে আরও ভালো কলিং এর জন্য Tru Sync দেওয়া হয়েছে। এর সাথে, স্মার্টওয়াচটিতে 150 টিরও বেশি ওয়াচ ফেসেস, হার্টরেট এবং ব্লাড অক্সিজেন সেন্সর সহ অনেক স্মার্ট হেলথ মনিটর পাওয়া যায়।

NoiseFit Vortex স্মার্টওয়াচের ফিচার্স

এতে 1.46 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ সার্কুলার ডায়াল রয়েছে। এই স্মার্টওয়াচটিতে দুটি ফিজিক্যাল সাইড বাটন দেওয়া হয়েছে। এরই সাথে Bluetooth কলিং এর জন্য এটি True Sync টেকনোলজি দিয়ে সজ্জিত। ইউজাররা ওয়াচটির ডিসপ্লে থেকে সরাসরি কল করতে পারবেন। এতে 150টিরও বেশি কাস্টমাইজ করার জন্য ওয়াচ ফেসেস এবং রানিং, সাইকেলিং এবং ট্র্যাকিংয়ের মতো স্পোর্টস মোড রয়েছে। ওয়াচটিতে হার্ট রেট ট্র্যাকিং এবং স্লিপ মনিটরিং এর মতো হেলথ মনিটরিং সেন্সরও রয়েছে। এই স্মার্টওয়াচটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটযুক্ত।

কোম্পানির দাবি যে, এই স্মার্টওয়াচটি একবার চার্জে এক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। NoiseFit-এর ওয়েবসাইটে এই স্মার্টওয়াচটির লিস্টিং-এ বলা হয়েছে যে ইউজাররা NoiseFit অ্যাপের মাধ্যমে তাদের এক্টিভিটিস ট্র্যাকিং এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে পারবেন। Apple এর App Store এবং Google Play Store -এ এই App টি পাওয়া যাচ্ছে। দেশে কম খরচে পরিধানযোগ্য পণ্যের উচ্চ চাহিদার কারণে স্মার্টওয়াচ শিপমেন্ট বছরে 121 শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকান কোম্পানি Apple এই মার্কেটে প্রথম স্থানে রয়েছে। ভারতীয় ব্র্যান্ড Fire-Boltt Samsung -কে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি মার্কেট রিসার্চ ফার্ম Counterpoint এর স্মার্টওয়াচ মডেল ট্র্যাকার রিপোর্টে বলা হয়েছে যে এই বছরের প্রথম তিন মাসের মধ্যে স্মার্টওয়াচটির গ্লোবাল শিপমেন্টস 1.5 শতাংশ কমেছে।

NoiseFit Vortex স্মার্টওয়াচটির কালার এবং প্রাইস

এই স্মার্টওয়াচটির প্রাইস শুরু হচ্ছে 2,999 টাকা থেকে। স্মার্টওয়াচটির বিক্রি 12th জুন থেকে শুরু হবে আর এটি NoiseFit এর ওয়েবসাইট থেকে কেনা যাবে। এই স্মার্টওয়াচটি জেট ব্ল্যাক, সিলভার গ্রে, ভিনটেজ ব্রাউন, রোজ পিঙ্ক এবং স্পেস ব্লু কালার ভেরিয়েন্টে উপলব্ধ হবে।

আপনার জন্য আরো

1.সিঙ্গেল চার্জে 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ ও Bluetooth কলিং সহ লঞ্চ হলো Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচ

2.সামনে এসে গেলো Huawei Fitness Band 8 এর কালার ভেরিয়েন্ট, 17 এপ্রিল লঞ্চ হতে চলেছে

3.মাত্র 2499 টাকায় Noise ColourFit Icon 3 লঞ্চ হলো জানুন ফিচার এবং স্পেসিফিকেশন

4.মাত্র 1799 টাকায় লঞ্চ হল Boltt Phoenix Proস্মার্টওয়াচ

Leave a Comment