একবার চার্জ দিলেই চলবে 100 ঘন্টা,boAt Rockerz 551ANC Headphone জানুন ফিচার এবং দাম

দেশের জনপ্রিয় এবং পরিচিত অডিও প্রোডাক্ট কোম্পানি boAt তাদের নতুন ওয়ারলেস হেডফোন boAt Rockerz 551ANC আজকে লঞ্চ করেছে। এই কোম্পানির কাছে একটি বড় রেঞ্জের অডিও প্রোডাক্ট রয়েছে। এটি একটি ভারতীয় ব্র্যান্ড। সস্তায় ইয়ারবার্ড এবং হেডফোনের জন্য boAt খুবই জনপ্রিয় একটি অডিও কোম্পানি।boAt Rockerz 551ANC তে কোম্পানি 100 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও 35db একটিভ নয়েজ ক্যান্সলেশন এবং পাওয়ারফুল ড্রাইভার্স দেয়া হয়েছে। এখানে আমরা এই হেডফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারে আপনাকে জানাবো

boAt Rockerz 551ANC স্পেসিফিকেশন

হেডফোনটিতে পাওয়ারফুল সাউন্ড এর জন্য 40 mm ড্রাইভার ব্যবহার করা হয়েছে। হেডফোনটিতে হাইব্রিড একটিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইরের আওয়াজকে হেডফোনটি 35 ডেসিবেল পর্যন্ত কম করতে পারে। এছাড়াও আম্বিয়েন্ট সাউন্ড মোড ব্যবহারকারীদের গান শোনার সময় তাদের আশপাশ সম্পর্কে ওয়াকিবহাল রাখে। এছাড়াও হেডফোনে মিউজিক কন্ট্রোল করার জন্য সুইচ দেয়া হয়েছে যাতে ব্যবহারকারী খুব সহজেই মিউজিক কন্ট্রোল করতে পারে।

ব্যাটারির কথা বলতে গেলে হেডফোনটিকে একবার ফুল চার্জ করলেই 100 ঘন্টা ব্যবহার করা যেতে পারে বলে কোম্পানি দাবি করছে। এছাড়াও 10 মিনিট চার্জ করলেই 10 ঘন্টা প্লে ব্যাক টাইম দেবে । হেডফোনটি ASAP চার্জ টেকনোলজি সাপোর্ট করে এবং টাইপ C চার্জিং পোর্ট দেয়া হয়েছে। হেডফোনটিতে সাপোর্ট কুষাণসহ ওভার ইয়ার ডিজাইন দেয়া হয়েছে। হেডফোনটি কাস্টম EQ সাপোর্ট করে যা আপনারা মোবাইল অ্যাপের সাহায্যে ACCESS করতে পারবেন। এই অ্যাপটির সাহায্যে হেডফোন ব্যবহারকারী তাদের পছন্দের গানটি কাস্টমাইজ EQ ব্যবহার করে শুনতে পারবেন।

boAt Rockerz 551ANC দাম

হেডফোনটির দাম শুরুতে 2999 টাকা রাখা হয়েছে। হেডফোনটি ২৪ এপ্রিল ২০২৩ সকাল ১২ টা থেকে ফ্লিপকার্ট এবং আমাজন সহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। হেডফোনটি সাদা,কালো এবং নীল কালারে পাওয়া যাবে।

আপনার জন্য আরো

1.আসতে চলেছে Moto G Stylus (2023) 50MP ক্যামেরা এবং 5000mAh এর ব্যাটারির সাথে

2.JioCinema নাম পরিবর্তন করে হতে চলেছে JioVoot জানুন সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে বিস্তারিত

3.Xiaomi 13 Ultra স্পেসিফিকেশন লিক জানুন বিস্তারিত

4.সামনে এসে গেলো Huawei Fitness Band 8 এর কালার ভেরিয়েন্ট

Leave a Comment