Kodak 24,32 এবং 40 ইঞ্চি ডিসপ্লে যুক্ত স্মার্ট টিভি লঞ্চ করল, দাম শুরু হচ্ছে 6,499 

Kodak ভারতীয় বাজারে তাদের নতুন তিনটি স্মার্ট টিভি লঞ্চ করেছে। SE সিরিজের এই তিনটি টিভি ডিসপ্লে এবং অডিও কোয়ালিটির দিক থেকে একে অপরের চেয়ে ভালো। কোডাকের এই টিভিগুলি কম পয়সায় ভালো মানের এন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স দিয়ে থাকে।

Kodak SE TV সিরিজের স্পেসিফিকেশন

কোন টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার ডিসপ্লে, KODAK এর এই SE টিভি সিরিজে ২৪ ইঞ্চি 32 ইঞ্চি এবং ৪০ ইঞ্চি ডিসপ্লে অপশন দেয়া হয়েছে। এর মধ্যে ২৪ ইঞ্চি এবং ৩২ ইঞ্চি টিভি HD রেজুলেশন প্রদান করে এবং ৪০ ইঞ্চি টিভিটি FULL HD রেজুলেশন প্রদান করে। এবার আসে যাক টিভি র অডিও সিস্টেমের দিকে, ২৪ ইঞ্চি টিভিতে 20W স্পিকার দেয়া হয়েছে এবং ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চি টিভিতে 30W স্পিকার দেওয়া হয়েছে। এই তিনটি মডেলই Dolby Digital Plus এবং DTS TruSurround সাপোর্ট করে।

Kodak SE TV সিরিজের এই টিভিতে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। টিভিতে 512MB RAM এবং 4GB ইনবিল্ট স্টোরেজ দেয়া হয়েছে। এই স্মার্ট টিভিগুলি Android 10 অপারেটিং সিস্টেমের উপর কাজ করে। টিভিতে ইন বিল্ট google assistant এর সাপোর্ট দেয়া হয়েছে। এই স্মার্ট টিভি গুলি ইউটিউব, সনি লিভ, জি ফাইভ এবং অ্যামাজন প্রাইম সহ অন্যান্য অ্যাপস গুলি সাপোর্ট করে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই স্মার্ট টিভিতে ব্লুটুথ, USB ২.০ HDMI পোর্ট এবং Wifi এর সাপোর্ট দেয়া হয়েছে।

Kodak SE TV সিরিজের দাম

দামের কথা বলতে গেলে ২৪ ইঞ্চির স্মার্ট টিভির দাম 6,499 টাকা। ৩২ ইঞ্চি মডেলটির দাম 9,499 টাকা এবং ৪০ ইঞ্চি টপ মডেলটির দাম 15,999 টাকা। এই স্মার্ট টিভি মডেল গুলি আপনি আমাজন থেকে কিনতে পারবেন।

আপনার জন্য আরো

1.বাড়িতে সিনেমা হলের মজা নিন Acer W Series এর OLED 4k Smart TV এর সঙ্গে

2.TCL তাদের 65,75,85 এবং 98 ইঞ্চি ডিসপ্লে যুক্ত স্মার্ট টিভি লঞ্চ করল জানুন বিস্তারিত

3.Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন OLED 77 ইঞ্চি স্মার্ট টিভি জেনে নিন বিস্তারিত

4.সিঙ্গেল চার্জে 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ ও Bluetooth কলিং সহ লঞ্চ হলো Noise Colorfit Ultra 3 স্মার্টওয়াচ

Leave a Comment